ভোটের আগে রাজ্যবাসীর জন্য সুখবর। ভোটের আগে মুখ্যমন্ত্রী জন সাধারণকে উপহার সরুপ LPG Gas এর দাম কমিয়ে দিয়েছেন। তবে এবার তিনি রাজ্যবাসীকে এমন ধামাকাদার চমক প্রদান করবেন টা আমাদের সকলের আশার ঊর্ধ্বে। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দোল পূর্ণিমার আগেই প্রত্যেকের ঘরে ঘরে সিলিন্ডার দেওয়া হবে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি সমাজে খনিজ সম্পদের পরিমাণ দিন দিন কমেই চলেছে।
LPG Gas Cylinder Price Decreased
ফলত আন্তর্জাতিক বাজারে সব ধরনের খনিজ মৌলের দাম বেড়েছে সাথে বেড়েছে LPG Gas এর দামও। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়লেও আমাদের দেশের রান্নার গ্যাসের দাম কিন্তু কোনো অংশেই বাড়ানো হয়নি। 19 কেজি গ্যাস সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
কেন্দ্র সরকারে তরফ থেকেও বেশ কিছু দিন আগে এমন ঘোষণাই করা হয়েছিল। এখন রাজ্য সরকারের তরফ থেকেও এই একই ঘোষণা করা হলো। এছাড়া সাবসিডির পরিমাণও বাড়ানো হলো। 2022 সালের মে মাস থেকে উজ্জ্বল যোজনার অন্তর্ভুক্ত আবেদনকারীদের সিলিন্ডার পিছু 200 টাকা করে ভর্তুকি প্রদান করা হচ্ছিল।
সেই 200 টাকার পরিমান বাড়িয়ে 100 টাকা অতিরিক্ত করা হলো। এখন থেকে আপনারা পাবেন 300 টাকা করে। এর মানে আপনি যদি বছরে 12 টি সিলিন্ডার নেন তাহলে কেন্দ্র সরকার আপনাকে 3600 টাকা করে ভর্তুকি প্রদান করবে। এর ফলে কেন্দ্র সরকারের 1650 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। এসব এর পাশাপাশি সবচেয়ে বড় আরেকটি খবর হলো গ্যাস সিলিন্ডারের দাম 100 টাকা করে কমানো হয়েছে।
মাত্র 500 টাকায় মিলবে গ্যাস, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য নির্দিষ্ট 300 টাকার ভর্তুকি চালু
রাজ্য ও কেন্দ্র সরকারের এই উদ্যোগে সকল দেশবাসী ভীষণ ভাবে উপকৃত হবেন এমনটাই আশা করা যাচ্ছে। কারণ যেখানে আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম 300 শতাংশ বেড়েছে সেখানে দেশে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি না করে দামে স্থায়িত্ব বজায় রাখা অনেকাংশেই কঠিন হতে দাঁড়ায়। সেখানে আমাদের দেশের সরকার রাজ্যের সরকার জন সাধারণের কথা মাথায় রেখে গ্যাসের দামে ভর্তুকি সহ একাধিক সুযোগ সুবিধা যোগ করেছেন এর সাথে।