LPG in Ration Shop: রেশন দোকানে 450 টাকায় মিলবে এলপিজি গ্যাস! কাদের জন্য এই সুবিধা, দেখুন

LPG in Ration Shop সংক্রান্ত নতুন আপডেট! এবারে রেশন দোকানেই মিলবে রান্নার গ্যাস। কেন্দ্রীয় সরকার National Food Security Act (NFSA)-এর আওতায় দেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি, তাদের রান্নার গ্যাসের প্রয়োজন মেটানোর উদ্যোগ নিয়েছে। কিভাবে মিলবে, তা আজকের প্রতিবেদনে জেনে নেয়া যাক।

LPG in Ration Shop

রান্নার গ্যাস সরবরাহকারীদের নতুন উদ্যোগে এর আওতায় রেশন দোকান থেকে চাল, গম, আটা ইত্যাদির পাশাপাশি এখন পাওয়া যাবে এলপিজি গ্যাস সিলিন্ডার। LPG in Ration Shop -এর মাধ্যমে গ্যাস মিলবে অনেক সস্তা মূল্যে।

দেশের জনসংখ্যা বর্তমানে 145 কোটি পেরিয়ে গেছে, তবু এদেশের অনেক মানুষ এখনও দুবেলা পেট ভরে খেতে পারেন না। সেই দুস্থ পরিবারগুলির জন্য এই উদ্যোগ অত্যন্ত সহায়ক হতে চলেছে, বিশেষত রাজস্থানে, যেখানে রেশন দোকান থেকে এখন সাশ্রয়ী মূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

রেশন দোকানে এলপিজি গ্যাস: কারা পাচ্ছেন?

NFSA-এর আওতায় বর্তমানে রাজস্থানে প্রায় 1 কোটি 7 লক্ষ মানুষ রেশন সুবিধার অধীনে রয়েছে। এর মধ্যে 37 লক্ষ পরিবারকে BPL (Below Poverty Line) এবং উজ্জ্বলা যোজনার আওতায় রেশন সামগ্রী এবং এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে।

যাঁরা এই সুবিধার আওতায় পড়েন, তাঁরা বাজার দামের তুলনায় মাত্র 450 টাকায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। তবে রাজস্থানে 68 লক্ষ পরিবার এখনও LPG in Ration Shop -এর সুবিধা পায়নি এবং তারা এই সুবিধার আওতায় আসার জন্য অপেক্ষায় রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিশেষত দূর্গম অঞ্চলের মানুষদের রান্নার গ্যাসের সমস্যা অনেকটা কমবে বলে আশা করা যাচ্ছে।

450 টাকায় এলপিজি গ্যাস

এই সস্তার এলপিজি সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ডধারীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলি হল –

  1. রেশন কার্ডের সাথে LPG গ্যাস সংযুক্ত করতে হবে।
  2. E-KYC সম্পন্ন করতে হবে অর্থাৎ আধার কার্ড সংযুক্ত করতে হবে।
  3. জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রয়োজন।

যে পরিবারগুলি এই শর্তগুলি পূরণ করতে পারবেন, তাঁরা মাত্র 450 টাকায় প্রতি সিলিন্ডার গ্যাস পাবেন। যেখানে বাজারে গ্যাস সিলিন্ডারের দাম সাধারণত 900-1000 টাকার মধ্যে থাকে, সেখানে এই সস্তা মূল্যে গ্যাস পাওয়া অবশ্যই গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় উপকার।

পশ্চিমবঙ্গে এলপিজি গ্যাসের সস্তার সুবিধা

যদিও রাজস্থানে এই সস্তা এলপিজি সিলিন্ডারের সুবিধা চালু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও এই সুবিধা চালু করা হয়নি। তবে পশ্চিমবঙ্গের একাধিক পরিবার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধা পেয়েছেন।

এই প্রকল্পের আওতায় প্রতি পরিবার বাজার দামের তুলনায় প্রায় 300 টাকা কম মূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। তবুও রেশন দোকানের মাধ্যমে সস্তায় গ্যাস পাওয়ার সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পাননি। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ পশ্চিমবঙ্গে চালু হলে, বহু পরিবার কম খরচে রান্নার গ্যাসের সুবিধা পেতে পারবে। সাধারণ মানুষের জন্য এই LPG in Ration Shop বেশ কাজের হতে চলেছে।

নতুন উদ্যোগ : সহজলভ্য গ্যাসের সুবিধা

এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য হলো, বিশেষ করে গ্রামীণ এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষদের রান্নার গ্যাসের সমস্যা সমাধান করা। সাশ্রয়ের মাধ্যমে তাঁদের দৈনন্দিন জীবনে উন্নতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর নিয়োগ, আবেদন চলছে…

এই প্রকল্পে ভবিষ্যতে আরও অনেক রাজ্যে সস্তায় এলপিজি সরবরাহের প্রচেষ্টা নেওয়া হতে পারে। যদি পশ্চিমবঙ্গেও এই সুবিধা চালু হয়, তাহলে সাধারণ মানুষের গ্যাস কেনার খরচ অনেকটাই কমে যাবে এবং তাঁদের দৈনন্দিন জীবনে খরচের ভার কমবে।

কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ নিশ্চিতভাবে দেশের দরিদ্র মানুষের জীবনযাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সাহায্য করবে এবং ভবিষ্যতে অন্যান্য রাজ্যেও এই সুবিধা চালুর মাধ্যমে আরও অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। LPG in Ration Shop সংক্রান্ত বিষয়ে আরো আপডেট পেতে দেখতে থাকুন।