Madhyamik Result 2024 – পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, জানুন বিস্তারিত।

ছাত্র জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2024). সম্প্রতি কবে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের পরীক্ষার ফল সেই নিয়ে ছাত্র ছাত্রী সহ তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগের শেষ নেই। লোকসভা নির্বাচনের আগে লোকসভা ভোটের আবহাওয়ার মধ্যেই মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়।  নির্ধারিত সময়সীমার আগেই মাধ্যমিক পরিক্ষা শেষ হয়ে গিয়েছে।

Madhyamik Result 2024 Check Update

সাধারণত পরীক্ষা হওয়ার প্রায় 3 মাস পরই ফল প্রকাশ করে দেওয়ার রীতি আছে। গত বছর 75 দিনের মাথায় ফল প্রকাশ করেছিল মধ্য শিক্ষা পর্ষদ। এবারও যদি এপ্রিল বা মে তে মাধ্যমিকের ফল প্রকাশ হয় তবে তা অস্বাভাবিক কিছুই হবেনা বরং স্বাভাবিক বলেই বিবেচিত হবে (Madhyamik Result 2024).

মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন আজকের প্রতিবেদনে।

গত মাসের 12 ফেব্রুয়ারী মাধ্যমিক পরিক্ষা শেষ হয়ছে। ছাত্র ছাত্রীরা সর্বপ্রথম অনলাইন ওয়েবসাইটেই তাদের মাধ্যমিকের ফলাফল দেখে নিতে পারবে। 2024 এর লোকসভা ভোট রাজ্যে সপ্তম দফায় করা হবে। সময় সূচি অনুযায়ী এপ্রিল বা মে মাসেই মাধ্যমিকে ফল প্রকাশ হয়ে যাওয়ার কথা।

কিন্তু ভোটের তালিকা অনুযায়ী 19 এপ্রিল হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট এবং 26 এপ্রিল হচ্ছে রাজ্যে দ্বিতীয় দফার ভোট। আর তৃতীয় ও চতুর্থ দফার ভোট হবে 7 মে ও 13 মে। সুতরাং 29 থেকে শুরু করে 6 মে পর্যন্ত আবার 8 মে থেকে 11 মে পর্যন্ত ভোটের কোনো ডেট নেই।

h.s exam - (উচ্চমাধ্যমিক পরীক্ষা)

এই সময় তাই মাধ্যমিকের ফল প্রকাশের জন্য সুবর্ণ সময় বলে ধার্য করা হচ্ছে (Madhyamik Result 2024). এছাড়া 20 মে রাজ্যে হবে পঞ্চম দফার ভোট ও 25 মে রয়েছে সস্থ দফার ভোট এবং পয়লা জুন অন্তিম দফার ভোট অর্থাৎ সপ্তম দফার ভোট। সুতরাং ভোটের দিন গুলো কোনো ভাবেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদ।

শুধু মাত্র ভোটের দিন গুলিই নয় ভোটের আগের দিন গুলিতেও ফল প্রকাশ করা হবেনা। অনুমান করা হচ্ছে যে উল্লিখিত খুব সম্ভবত এই সময় 2 টির মধ্যে যেকোনো একটি সময়ে রেজাল্ট আপলোড করা হবে (Madhyamik Result 2024). ফল প্রকাশের দিন সকাল 10 টায় প্রেস মিডিয়ার বৈঠকের মাধ্যমে মেধা তালিকার প্রথম শীর্ষের ছাত্রছাত্রী দের নাম ঘোষণা করা হবে। এর পরই কিছুক্ষণের মধ্যে অন্যান্য ছাত্র ছাত্রীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখে নিতে পারবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া জটিলতা। টেনশনে রয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকেরা।

ঠিক কোন তারিখেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে তা জানতে হলে অনবরত মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন। সুত্রের তরফ থেকে মাধ্যমিক সংক্রান্ত যেকোনো তথ্য জানা গেলেই আমরা তার আপডেট আপনাদের সর্বপ্রথম এই ওয়েবসাইট মারফৎ জানান দেবো।  

Leave a Comment