Mid Day Meal Recruitment – মিড ডে মিল প্রকল্পে ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ।

ইতিমধ্যে রাজ্যের মিড ডে মিল প্রকল্পের জন্য রাজ্যে কর্মী নিয়োগ করা হবে (Mid Day Meal Recruitment). আবার সরকারি চাকরি পাওয়ার তালিকার আর একটি চাকরির নাম অন্তর্ভুক্ত করা হল। তবে এই চাকরির জন্য আপনাকে কোনো লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবেনা। লিখিত পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ ইন্টারভিউইয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তবে এটি একটি বিশেষ পদ সুতরাং এই পদের জন্য ব্যাক্তিদের কিছু যোগ্যতা ও গুনের অধিকারী হতে হবে।

WB Mid Day Meal Recruitment

রাজ্যে যে পরিমাণ বেকারের সংখ্যা বাড়ছে সেখানে এমন আনব্রেকেবেল রিক্রুটমেন্ট এ দরকার ছিল রাজ্যবাসীদের। ভোটের আগে সেটাই করলেন মমতা ব্যানার্জি। একের পর এক নন স্টপ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফ থেকে। আসুন তবে আজকের আর্টিকেলের মাধ্যমে জেনে নিন কোন পদের জন্য মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। কী কী যোগ্যতার প্রয়োজন, তার সাথে আবেদনের পদ্ধতি।

কেন্দীয় নিয়োগ, LIC তে ভারতের বিভিন্ন স্থানে চাকরি! জানুন আবেদন পদ্ধতি।

  • পদের নাম
  • বয়স ও বেতন
  • যোগ্যতা
  • আবেদন পদ্ধতি

পদের নাম

Mid Day Meal Recruitment এর নিয়োগকারী সংস্থাটি হল ব্লক ডেভেলপমেন্ট অফিসার, রাইনা 1. ব্লক ডেভেলপমেন্ট অফিসার, রাইনা 1 এর তরফ থেকে যে পদে নিয়োগ করা হবে সেটি হল ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। তবে এই পদে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে।

deo recruitment - (ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ)

বয়স ও বেতন

চলতি বছর 2024 এর মার্চ মাসের নিরিখে ব্যাক্তির নিরিখে ব্যাক্তির বয়স নির্ধারণ করা হবে। সর্বচ্চ ব্যাক্তির বয়স 65 বছর বয়স হতে হবে। ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে কর্মরত কর্মীরা প্রতি মাসে বেতন পাবেন 11 হাজার টাকা।

যোগ্যতা

পাঁচ বছরের অ্যাকাউন্টেন্ট পদে প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে ও Smartphone এর Android App এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের। তবে আবেদনকারীদের শারীরিকভাবে ফিট থাকতে হবে।

 রাজ্যের জেলায় জেলায় BDO অফিসে কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীকে পায়ে হেঁটে উল্লিখিত স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে (Mid Day Meal Recruitment). সকাল 11 টা থেকে 1 টার মধ্যে আপনাকে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছাতে যেতে হবে জন্য। প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে যার মধ্যে রয়েছে বায় ডেটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটের কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন, আধার কার্ড, দু কপি পাসপোর্ট সাইজের ফটো।

Leave a Comment