Mortgage Loan – ভারতে বন্ধকী ঋণের সুবিধা অনেক তাই আবেদনের আগে এক ক্লিকে বিস্তারিত দেখুন।

আমাদের জীবনে চলার পথে ঋণ (Loan) নেওয়ার দরকার পরে, এর মধ্যে Mortgage Loan বা বন্ধকী লোন অন্যতম। কারণ এখন প্রত্যেক মানুষেরই নিজেদের জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন এই কারণের জন্যই আমাদের অনেক সময় এককালীন বেশি অঙ্কের কিছু টাকার প্রয়োজন হয়। আর চাকরি বা ব্যবসা করার মাধ্যমে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে না, এই কারণের জন্যই আমরা ঋণ নেওয়ার জন্য ব্যাংকের দারস্থ হই। বিভিন্ন রকমের ঋণ যেমন – বন্ধকী, ব্যাক্তিগত (Personal Loan), বাণিজ্যিক (Business Loan), বাড়ি (Home Loan) এই সকল প্রকারের ঋণ পাওয়া যায়।

Mortgage Loan Details In India.

আজকে আমরা এই প্রতিবেদনে Mortgage Loan বা বন্ধকী ঋণ সম্পর্কে আলোচনা করব। এই ঋণ আপনারা নিজেদের বাড়ি, জায়গা, দোকান বা এছাড়াও আরও অনেক জিনিস ব্যাংক বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে জমা রেখে এককালীন ভালো অঙ্কের টাকা পেতে পারেন। ফিক্সড রেট মর্টগেজ লোন, সরল বন্ধকী ঋণ, উপযোগী বন্ধকী ঋণ, সাব মর্টগেজ ঋণ এই কিছু প্রকারভেদ অনুসারে এই ঋণ পাওয়া যায়।

Mortgage Loan এর কিছু বিশেষ সুবিধা

১) বাকি সকল ঋণের তুলনায় বন্ধকী ঋণে আপনাদের কম সুদ দিতে হবে।
২) এককালীন আপনার সম্পত্তির বাজারদর অনুসারে এর মাধ্যমে বেশি পরিমাণ টাকা আপনারা পেতে পারেন।
৩) দীর্ঘ দিনের জন্য আপনারা এই ঋণ পাবেন।

৪) এই ঋণ নেওয়ার পর আপনারা এই টাকা নিজেদের ব্যবসায়ী ও ব্যাক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
৫) বেশি কোন ঝামেলা ছাড়া সকলেই এই ঋণ পেতে পারেন।
৬) এই Mortgage Loan এর ক্ষেত্রে বেশি কোন নথিপত্র ও ফর্ম ফিলাপ ছাড়াই আপনারা এই কাজ সম্পন্ন করতে পারবেন।
৭) যে কোন সরকারি ও বেসরকারি ব্যাংকের থেকে আপনারা এই ঋণ পেতে পারেন।

Electricity Bill – অতি সহজেই নিজেদের বকেয়া ইলেকট্রিক বিল জমা করুন মাত্র 5 মিনিটে।

Mortgage Loan নেওয়ার জন্য নথিপত্র

  • ১) আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড।
  • ২) আয়কর দিলে Income Tax File এর প্রমাণ।
  • ৩) আপনার বাড়ি, দোকান বা ফাঁকা জমির সকল প্রকারের কাগজপত্র।
  • ৪) আপনার নিজের কাজের সকল তথ্য সম্পর্কে সকল তথ্য জানাতে হবে।
  • ৫) প্রত্যেক ব্যাংক হিসাবে এই নিয়ম পরিবর্তিত হতে পারে।

Leave a Comment