ছুটির তালিকায় যুক্ত হল নতুন একটি ছুটি বা Holiday। এই নিয়ে খুশির মেজাজ সকলের মধ্যে। বাঙালিদের দের কাছে বিশেষ একটি দিন হল পয়লা বৈশাখ, যা সাধারণত ইংরেজির এপ্রিল মাসে হয়। এই পয়লা বৈশাখের হাত ধরে বাংলা নববর্ষের সূচনা হয়। গতকাল অর্থাৎ 2024 এর পয়লা বৈশাখ এর ইংরেজি তারিখ ছিল 14 এপ্রিল। যা চলতি বছরে একটি রবিবার পড়েছে।
Nabanna Declared new Holiday
রবিবার সরকারী কর্মচারী, স্কুল, কলেজ, ব্যাংক সহ বেশিরভাগ বেসরকারি কোম্পানি সাধারনভাবে ছুটি বা Holiday থাকে। সেক্ষেত্রে পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি ভাবে যে ছুটিটি পাওয়া যেতো তা চলে গেছে বাতিলের খাতায়। একদিনে মিলেছে দুটি ছুটি একসাথে। এই নিয়ে অনেকেরই মন বিষণ্ণ।
তারা আশা করে ছিলেন এই বাতিল করা ছুটিটি যদি কোনো ভাবে পাওয়া যেতো তাহলে খুবই ভালো হতো। যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুশির খবর। পয়লা বৈশাখের মাস অর্থাৎ এপ্রিল মাসেই পাবেন নতুন এই ছুটি বা Holiday, এমনটাই ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে।
এটি গত মাসের 9 তারিখেই ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। তাহলে আর দেরি না করে আজকে জানব কোন দিন এবং কী উপলক্ষে এই ছুটি বা Holiday দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। সম্প্রতি রাম লালার মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। যার ধুম পরে গেছিল সারা দেশে। কী না আয়োজন করা হয়েছিলো সেই মন্দির প্রতিস্থানে।
এমনকি সেই দিন দেশে কোথায় কোথায় পুরো ছুটি আবার কোথাও আংশিক ছুটি দেওয়া হয়েছে। রাম দেবতা আমাদের তথা হিন্দু জাতিদের দেবতা, তাকে ঘিরে তৈরি হয় রাম নবমী। যেদিন রাম রাবণের বধ করে। সেই উপলক্ষেই 17 এপ্রিল ছুটি রাখা হচ্ছে। রাজ্যের তরফ থেকে গত মাসেই এই ছুটির ঘোষণা করা হয়েছিলো।
এবার মধ্যশিক্ষা পর্ষদও অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটি ঘোষণা করলেন। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে 17 এপ্রিল রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলি ও সরকার পোষিত প্রতিষ্ঠান গুলিও বন্ধ রাখা হবে। কেবলমাত্র খোলা থাকবে জরুরিকালীন পরিসেবা। নেগশিয়াবেল অ্যাক্ট মেনে করা হয়েছে এই ছুটির ঘোষণা।
পহেলা বৈশাখের ছুটি মার গেলেও, নতুন ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে। সরকারি কর্মী ও শিক্ষকেরা খুশি।
নেগশিয়াবেল অ্যাক্ট 1881 ধারা 25 এর অধীনে দেওয়া হয়েছে এই রাম নবমীর ছুটি। দেখতে গেলে মাটি হওয়া ছুটির বদলে আরেকটি ছুটি পাওয়া যাচ্ছে, যা সকলের কাছেই খুবই আনন্দের বিষয়। বিভাগীয় বিজ্ঞপ্তি নং 6112-F(P2) তারিখ 9/11/23 এর ধারাবাহিকতায়, গভর্নর 17 এপ্রিল, 2024 (বুধবার) “রাম নবমী” উপলক্ষে সরকারী ছুটির দিন ঘোষণা করা হচ্ছে। এমনই গুরুত্বপূর্ণ ছুটির খবর সর্ব প্রথম সবার আগে পেতে অবশ্যই চোখ রাখুন এই ওয়েবসাইটে।