আর মাত্র ১০০ দিন বাকি দুর্গা পূজা শুরু হতে, আর এর আগে New Business Ideas বা নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। যেই সকল ব্যবসা করার মাধ্যমে আপনারা পুজোর এক মাস আগে থেকে শুরু করে মাত্র কিছু দিনের মধ্যেই ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। শুধুমাত্র দুর্গা পুজাই নয় এই ব্যবসা আপনারা চাইলে টানা কালীপূজা ও ভাইফোঁটা পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু এই ব্যবসা (Business) শুরু করার আগে আপনাদের সঠিক তথ্য সম্পর্কে জানা জরুরি।
New Business Ideas For Unemployed People In WB During Durga Puja 2023.
আগামী ২০ শে অক্টোবর থেকে শুরু করে ২৪ শে অক্টোবর পর্যন্ত এই দুর্গাপূজা (Durga Puja 2023) আরম্ভ হতে চলেছে। আর আমাদের সকল বাঙালিদের প্রাণের উৎসব হল এই পূজা, সারা বছর সকলে এই কয়েকটি দিনের জন্য অপেক্ষা করে থাকে। আর এই কয়েকটি দিনের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা (New Business Ideas) হয় নানা জিনিসের। আজকের এই আলোচনাতে আমরা বিশেষ কয়েকটি ব্যবসা সম্পর্কে আলোচনা করে নেব।
দুর্গাপূজার আগে New Business Ideas সম্পর্কে জানুন
১) জামা কাপড়ের ব্যবসা (Clothing Business)
আমরা প্রত্যেকেই পুজোর আগে নতুন জামা কাপড় কিনে থাকি এবং এই কাজটি একটা প্রথা হয়ে উঠেছে সকল বাঙালির কাছে। ছেলে থেকে মেয়ে সকলেরই নিজেদের পছন্দের মতো জামা, প্যান্ট, কাপড় এই সকল জিনিসের অফলাইন ব্যবসা (Offline Business) করার মাধ্যমে আপনারা ভালো পরিমাণ টাকা অর্জন করতে পারবেন। আপনারা কম দামে হলসেল মার্কেট থেকে এই সকল জিনিস কম দামে কিনে অর্থ উপার্জন (New Business Ideas) করতে পারবেন।
২) গহনার ব্যবসা (Jewelry Business)
হ্যাঁ ঠিকই শুনেছেন গয়নার ব্যবসা, কিন্তু এখন অনেকেরই মনে হতে পারে এই ব্যবসা কি করে কম খরচের মাধ্যমে করা সম্ভব? কিন্তু আপনাদের যে শুধুমাত্র সোনা ও রুপোর গয়নার ব্যবসা করতে হবে এমন কোন ব্যপার নেই। আপনারা চাইলে কিছু দিনের জন্য ইমিটেশন গহনার ব্যবসাও করতে পারেন। আপনারা চাইলে এই ব্যবসা (New Business Ideas) সারা বছরই করতে পারেন, কারণ সকল মহিলাদের এই গয়না প্রথম পছন্দ।
৩) মেকাপ আইটেমের ব্যবসা (Makeup Item Business)
প্রসাধনী দ্রব্যের ব্যবসা, এখন ছেলে মেয়ে সকলেই নিজেদের রূপ ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ইচ্ছুক এবং এই কারণের জন্য এই ধরণের ব্যবসা আপনারা যদি পুজোর আগে শুরু করেন তাহলে আপনারা ভালো পরিমাণ অর্থ উপার্জন (New Business Ideas) করতে পারবেন। কলকাতায় এমন অনেক মার্কেট আছে যেই মার্কেটে গিয়ে আপনারা কম দামে এই সকল জিনিস কিনে নিতে পারবেন।
৪) ফাস্ট ফুডের ব্যবসা (Fast Food Business)
এখন আর বেশিরভাগ মানুষের খাওয়ার বানিয়ে খাওয়ার মতো সময় নেই বললেই চলে। আর পুজোর সময় সারা দিন ঘোরা ফেরা করে কি আর বাড়িতে এসে রান্না করে খেতে ইচ্ছে করে? না একদমই না, এই জন্য আমরা সকলেই বাইরে থেকে বিরিয়ানি (Biryani), এগ রোল (Egg Roll), চাউমিন (Chowmin), পিজ্জা (Pizza), বার্গার (Burger) এছাড়াও আরও অনেক জিনিস খেয়ে থাকি। এর মধ্যে যে কোন একটি জিনিসের ব্যবসা (New Business Ideas) করলে আপনাদের ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
Bandhan Bank Loan – বন্ধন ব্যাংকে লোনের জন্য আবেদন করলে সবচেয়ে কম সুদে লোন পাবেন।