Health Department – উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে দুর্দান্ত চাকরির সুযোগ।

পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি চাকরির খবর। 2024 সালের শুরুতে ফের একাধিক শূন্যপদে Health Department এ নিয়োগ কর্মসূচি শুরু হলো বাংলায়। যে সমস্ত তরুণ তরুণীরা এতদিন একটি ভালো চাকরি খুঁজছিলেন, তাঁরা নির্দ্বিধায় নিয়োগে অংশ নিতে পারবেন। যারা এ নিয়োগে অংশগ্রহণে আগ্রহী তাঁরা আবেদন জানানোর আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জেনে নেবেন। আজকের এই প্রতিবেদনে রইল সেই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি।

WB New Health Department Recruitment 2024

সম্প্রতি রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তথা Health Department এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে রাজ্যের যে কোনো স্থায়ী বাসিন্দা আবেদন জানাতে পারবেন। কোন কোন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে? বেতন কাঠামো কী? আসুন জেনে নেওয়া যাক সে নিয়ে বিস্তারিত।

  • পদের নাম ও শূন্যপদ
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

পদের নাম ও শূন্যপদ

রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তথা Health Department এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের নিয়োগ করা হবে নিম্নের এই সমস্ত পদে –

  • Manager
  • Counsellor
  • Multi Rehabilitation Worker
  • Technician
  • Laboratory Supervisor

Health Department এর প্রতিটি পদের জন্য আবেদন যোগ্যতা আলাদা। বেতন কাঠামোও ভিন্ন। আগ্রহীরা এই প্রতিবেদন থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এখানে আমরা মূলত ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) ও ডেন্টাল টেকনিশিয়ান (Dental Technician) পদের আবেদন সংক্রান্ত তথ্যগুলি আলোচনা করে নেব।

Laboratory Technician (ল্যাবরেটরি টেকনিশিয়ান)
উক্ত পদটির জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তারা আবেদন জানানোর আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতন সম্পর্কে জেনে নিন। যেমন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য প্রার্থী দের অবশ্যই উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে
হবে (পদার্থবিদ্যা/রসায়ন/বায়োলজি/ অংক) এই বিষয়গুলিতে পাশাপাশি, প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। পাশাপাশি, যে সমস্ত প্রার্থীরা উক্ত পদের জন্য নির্বাচিত হয়ে নিযুক্ত হবেন তাঁদের প্রতিমাসে 22 হাজার টাকা বেতন দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Dental Technician (ডেন্টাল টেকনিশিয়ান)
উক্ত পদটির জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তারা আবেদন জানানোর আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতন সম্পর্কে জেনে নিন। যেমন, ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য প্রার্থী দের অবশ্যই উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে (পদার্থবিদ্যা/রসায়ন/বায়োলজি) এই তিনটি বিষয়গুলিতে পাশাপাশি, প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 40 বছর। পাশাপাশি, যে সমস্ত প্রার্থীরা ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য নির্বাচিত হয়ে নিযুক্ত হবেন তাঁদের প্রতিমাসে 22 হাজার টাকা বেতন দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পৌরসভায় কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন জানান।

এছাড়াও, এই Health Department এর অন্যান্য পদগুলির আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। আগ্রহীরা অবশ্যই তাই পুরো বিজ্ঞপ্তিটি মন দিয়ে পড়ে নিতে ভুলবেন না। তবে খেয়াল রাখবেন, আপনি যদি বাংলা পড়তে, লিখতে ও বলতে পারেন ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন, তবে এই নিয়োগে আবেদনের জন্য আপনি অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন।

DCPU Recruitment - শিশু সুরক্ষা দপ্তরে চাকরি

আবেদন পদ্ধতি

রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বা Health Department এ এক নয় বরং একাধিক শূন্যপদের কর্মী নিয়োগ কর্মসূচি চলছে। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে তাই জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। আবেদন প্রক্রিয়া সম্বন্ধীয় বিস্তারিত তথ্য প্রার্থীরা ওয়েবসাইট মারফত পেয়ে যাবেন।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।

আবেদনের সময়সীমা

এই Health Department এর নিয়োগে আবেদন জানানো যাবে আগামী 31st জানুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment