WBMSC Recruitment – নতুন বছরের শুরুতেই 1729 গুলি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

রাজ্যের চাকরিপ্রার্থীদের সুখবর। শুরু হল WBMSC Recruitment. রাজ্যের চাকরিপ্রার্থীরা যাঁরা শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ও এতদিন অপেক্ষা করেছিলেন, তাঁদের সকলের জন্য এবার খুশির খবর। কারণ নতুন বছরে শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। বিগত অনেকদিন ধরেই মাদ্রাসার শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। জটিলতা কাটিয়ে কবে এই নিয়োগ হবে, তার অপেক্ষায় ছিলেন প্রার্থীরা।

New WBMSC Recruitment Apply Online in 2024

তবে এবার যেন জট কাটার আভাস মিলল। কারণ বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের (WBMSC Recruitment) তরফে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে নতুন বছরের শুরুতে জানুয়ারির শেষের দিকে আয়োজন করা হবে পরীক্ষাটি। সেই সম্পর্কেই বিস্তারিত জেনে নিন।

মাদ্রাসা সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী, গোটা রাজ্যে মোট 614 টি মাদ্রাসা রয়েছে। পরীক্ষা নিয়ে এই সকল মাদ্রাসাগুলির শূন্যপদ পূরণ করা হবে। রাজ্যে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা পদে সর্বমোট পদ সংখ্যা হলো 14 হাজার। এর মধ্যে 10 হাজার শূণ্য পদে প্রার্থীরা নিযুক্ত রয়েছেন। অর্থাৎ পড়ে রয়েছে আরও 4 হাজারের মতো শূন্যপদ।

এই সকল পদ পূরণে যাতে দ্রুত ব্যবস্থা হয়, তাই ভাবছিলেন প্রার্থীরা। কিছুদিন আগে 1 হাজার 729 টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে। তারপর আবেদন শুরু করে কমিশন। এই আবেদন প্রক্রিয়া শুরু হতে অ্যাপ্লিকেশন জমা দেন প্রায় 2 লক্ষ 34 হাজার চাকরিপ্রার্থী। 2 হাজারেরও কম শূন্যপদের জন্য 2 লক্ষ আবেদন জমা পড়ায় চিন্তায় শিক্ষা মহল।

পিএনবি ব্যাংকে কর্মী নিয়োগ। 18 থেকে 35 বয়সের মধ্যে আবেদন করুন।

এদিকে, কমিশনের বার্তা নতুন বছরের শুরুতেই শিক্ষক পদ পূরণের জন্য পরীক্ষা নেওয়া হবে। মাদ্রাসার নবম-দশম শ্রেণী ও একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেবে কমিশন। জানুয়ারির শেষে পরীক্ষা হবে বললেও এখনও পর্যন্ত সঠিকভাবে দিনক্ষণ জানানো হয়নি। তাই পরীক্ষার তারিখ নিয়ে কিছুটা চিন্তায় প্রার্থীরা।

Ration Dealer (রেশন ডিলার)

তবে আশা করা যাচ্ছে, শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করবে মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC Recruitment). প্রসঙ্গত, চলতি বছরের প্রাইমারি টেট (TET) আয়োজিত হতে চলেছে ডিসেম্বরের 24 তারিখ। ওইদিন রাজ্য জুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে টেট পরীক্ষা। সূত্রের খবর, এই টেট পরীক্ষা নিয়ে চলতি বছর আরও সতর্ক হয়েছে বোর্ড।

রাজ্যে শুরু হল শিক্ষক পদে নিয়োগ! যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন।

নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, প্রতিটি টেট পরীক্ষা কেন্দ্রকে নিরাপত্তার বেড়াজালে মোড়া হচ্ছে। থাকছে সিসিটিভি ক্যামেরা সহ পুলিশি নজরদারির ব্যবস্থা। পাশাপাশি আগের বছরের মতো এবছরেও টেকনোলজির ব্যবহার হচ্ছে টেটে।
Written by Arshi Chakraborty.

Leave a Comment