সকল চাকরিপ্রার্থীদের জন্য Bank Recruitment অর্থাৎ ব্যাংকে চাকরির সুযোগ নিয়ে আসা হল। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। হ্যাঁ, আজকে আমরা বন্ধন ব্যাংকের তরফে নিয়োগ নিয়ে আলোচনা করতে চলেছি। ২৮ বছর বয়সি সকল ছেলে – মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানের যুগে সবচেয়ে কঠিন কাজ হল নিজের জন্য সঠিক চাকরি খুঁজে বের করা। কারণ এখনকার দিনে প্রতিযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে।
Bank Recruitment Latest Update In West Bengal.
আমাদের দেশে প্রতিদিন অন্তর সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে, এই কারণের জন্য সঠিক কাজ পাওয়া খুবই মুশকিল হয়ে উঠেছে। এই জন্য আমাদের তরফে সকল চাকরি প্রার্থীদের জন্য বিনা কোন খরচায় ব্যাংকে চাকরি বা Bank Recruitment এর খবর নিয়ে এসেছি। আজকের এই আলোচনাতে মূলত আমরা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে (Paschim Banga Gramin Bank) কাজের সন্ধান নিয়ে হাজির হয়েছি।
২৬ শে ফেব্রুয়ারি ২০০৭ সালে পশ্চিমবঙ্গে এই ব্যাংকের স্থাপনা করা হয়েছিল এবং বর্তমানে এই ব্যাংকের ২৩০ এর বেশি শাখা সমগ্র রাজ্যে রয়েছে (Bank Recruitment). এই ব্যাংকে ভারত সরকারের ৫০%, পশ্চিমবঙ্গ সরকারের ১৫% এবং ইউকো ব্যাংকের ৩৫% ভাগিদারি আছে। এক কোথায় বলতে গেলে এটি একটি সরকারি ব্যাংক। এই কারণে আপনারা সঠিক পদ্ধতি মেনে অতি সহজেই এই চাকরি পেতে পারেন।
Bank Recruitment এর সকল তথ্য সম্পর্কে জেনে নিনঃ-
১) অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল পদের জন্য লোক নেওয়া হবে।
২) ৮ হাজার ৬০০ এর কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
৩) এই কাজের জন্য আবেদনকারীকে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, MBA, CA এই সকল ধরণের কোর্স করা বাধ্যতামূলক।
৪) ভারত সরকারের বাংকিং পে স্কেল অনুসারে আপনাদের বেতন দেওয়া হবে।
Bank Recruitment আবেদনের নথিপত্রঃ-
১) আধার কার্ড, প্যান কার্ড ও প্রয়োজন পরলে ভোটার কার্ডও লাগতে পারে।
২) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই আবেদন করতে পারবেন (Bank Recruitment).
৩) নিজের সকল পড়াশোনার প্রমাণপত্র জমা করতে হবে।
PAN Card Rules – কয়েক কোটি প্যান কার্ড গ্রাহকদের জন্য জরুরি নির্দেশ দেওয়া হল সরকারের তরফে।
Bank Recruitment আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদন করতে হবে।
২) www.ibps.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) নিজের নাম রেজিস্টার করে নিতে হবে।
৪) সকল তথ্য লিখে দিলে আপনাদের আবেদন মঞ্জুর হবে।
Cooking Oil Price – অবশেষে বিরাট স্বস্তির খবর এক ধাক্কায় কমলো সকল ভোজ্য তেলের দাম, নতুন দাম দেখুন।