জীবনে চলার পথে ঋণ (Loan) নেওয়ার দরকার পরে, এর মধ্যে Bandhan Bank Loan বা বন্ধন ব্যাংকের ব্যাক্তিগত লোন অন্যতম। কারণ এখন প্রত্যেক মানুষেরই নিজেদের জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন এই কারণের জন্যই আমাদের অনেক সময় এককালীন বেশি অঙ্কের কিছু টাকার প্রয়োজন হয়। আর চাকরি বা ব্যবসা করার মাধ্যমে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে না, এই কারণের জন্যই আমরা ঋণ নেওয়ার জন্য ব্যাংকের দারস্থ হই। বিভিন্ন রকমের ঋণ যেমন – বন্ধকী (Mortgage Loan) ব্যাক্তিগত (Personal Loan), বাণিজ্যিক (Business Loan), বাড়ি (Home Loan) এই সকল প্রকারের ঋণ পাওয়া যায়।
Bandhan Bank Loan Apply Process.
আজকে আমরা এই প্রতিবেদনে Bandhan Bank Loan বা বন্ধকী ঋণ সম্পর্কে আলোচনা করব। এই ঋণ আমরা প্রত্যেক মানুষেরাই পেতে পারি, কিন্তু এর জন্য প্রত্যেককে চাকরি বা নিজস্ব ব্যবসা করা বাধ্যতামূলক হবে। আজকের এই আলোচনাতে আমরা এই ব্যাংকের ব্যাক্তিগত ঋণ সম্পর্কে জেনে নেব। কারণ এই ব্যাংকে আপনারা খুবই কম সুদে ও বেশী দিনের জন্য ঋণ পাবেন, যা আপনারা প্রায় ৩ বছরের মধ্যে ফেরত দিতে হবে।
Bandhan Bank Loan আবেদনের নথিপত্র ও যোগ্যতা
- ১) ২৩ – ৬০ বছর বয়স পর্যন্ত আপনারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন।
- ২) সরকারি বা বেসরকারি কর্মচারী ও ব্যবসায়ীরা এই আবেদনের যোগ্য। নিজস্ব কাজ যারা করেন তারাও এই আবেদন করতে পারবেন।
- ৩) বন্ধন ব্যাংকে (Bandhan Bank Loan) আগের থেকে অ্যাকাউণ্ট থাকলে ভালো হয়।
- ৪) আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সকল নথিপত্র লাগবে।
- ৫) ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিলে তার প্রমাণ দিতে হবে।
Bandhan Bank Loan আবেদনের পদ্ধতি
১) অনলাইনের মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন।
২) www.bandhanbank.com এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে।
৩) Loan > Personal Loan অপশনে ক্লিক করতে হবে।
৪) Apply Now অপশনে ক্লিক করে দিতে হবে।
৫) আপনার সামনে একটি অনলাইন ফর্ম খুলবে যার মধ্যে আপনাদের সকল তথ্য দিয়ে দিতে হবে।
৬) সকল শর্তাবলি সঠিকভাবে দেখে নিয়ে আপনাদের টিক করে দিতে হবে।
৭) Submit অপশনে ক্লিক করে নিলে আপনাদের আবেদন মঞ্জুর করা হবে।
৮) অফলাইনের মাধ্যমেও আপনারা ব্রাঞ্চে গিয়ে এই আবেদন করতে পারবেন।
৯) ১৫% বার্ষিক সুদ আপনাদের দিতে হবে।
১০) সুদের পরিমাণ ব্যাংকের (Bandhan Bank Loan) নিয়ম ও আপনার সিভিল কোডের ওপরে নির্ভর করছে।
Relief Fund Donation – মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করতে চান? সঠিক পদ্ধতি দেখে নিন।
Bandhan Bank is very good help fully Bank