Personal Loan প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময় একবার হলেও প্রয়োজন হয়ে থাকে। কোনো বাবা তার মেয়ের বিয়ের জন্য পার্সোনাল লোন চেয়ে থাকতে পারেন, কোনো ইলেকট্রনিক জিনিস কেনার ক্ষেত্রে, হঠাৎ করে করার শারীরিক অবস্থা খারাপও হয়ে যেতে পারে কিংবা ক্রেডিট কার্ডের লোন মেটানোর ক্ষেত্রে পার্সোনাল লোনের প্রয়োজন হতে পারে।
Personal Loan Low Interest
এমন সময় আপনি এতগুলো টাকার জন্য কোনো আত্মীয় সজনের কাছেও যেতে পারবেন না কারণ এখন কার যুগে কোনো মানুষই কাউকে ভরসা করে টাকা দিতে চান না। পার্সোনাল লোন হলো এক ধরনের অসুরক্ষিত লোন, যা ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি দিয়ে থাকে।
ইএমআই পদ্ধতিতে ঋণ গ্রহীতারা এই টাকা শোধ করেন নির্দিষ্ট একটা সময় সীমার মধ্যে। সুদ ও আসল মিলিয়ে ইএমআই এর টাকা শোধ করতে হয়। এবার এই সুদের পরিমাণ এক এক ব্যাংকে এক এক রকম হয়ে থাকে আজ আমরা এমন কিছু ব্যাংক দেখবো যেখানে সুদের হারের পরিমাণ তুলনামূলক ভাবে কম এবং যারা পার্সোনাল লোনের জন্য খুবই জনপ্রিয়।
SBI Personal Loan
স্টেট ব্যাংক হলো সরকার চালিত একটি ব্যাংক। এখানে কর্মরত ব্যাক্তিদের ক্ষেত্রে ব্যাংক পার্সোনাল লোনের শেষ কিছু ছাড় দেবে। সাধারণজনগনের ক্ষেত্রে লোনের সুদের হার পড়বে 10.10 শতাংশ থেকে 14.60 শতাংশ পর্যন্ত। যেখানে টাকার অঙ্ক থাকবে 25 হাজার টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত। লোন পরিশোধের জন্য সবচেয়ে বেশি সময় পাবেন 6 বছর।
HDFC Personal Loan
ভারতের নাম করা প্রাইভেট ব্যাংক হলো HDFC ব্যাংক। প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে HDFC এর গ্রাহক সংখ্যা অনেক। এই ব্যাংক মারফৎ আপনি 40 লাখ টাকা অব্দি লোন নিতে পারেন। SBI এর মতোই 6 বছরের সময়কালে আপনি টাকা পরিশোধ করতে পারবেন। বার্ষিক সুদের হার থাকছে 11 শতাংশ। সাথে থাকছে 1 টাকা কম 4999 টাকা প্রসেসিং চার্জ। তবে লোন দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের একটি শর্ত আছে এখানে লোন পেতে গেলে আপনার মাসিক আয় 25 হাজার টাকা হতে হবে।
ICICI Bank Personal Loan
ICICI ও একটি প্রাইভেট ব্যাংক। কিন্তু এটি একটি জনপ্রিয় প্রাইভেট ব্যাংক। HDFC র মত এর গ্রাহক সংখ্যা খুব বেশি না হলেও এটি কোনো অংশেই কম নয়। এখানে আপনি 25 লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবেন। ঋণ পরিশোধের সর্ববৃহৎ সময় হলো 6 বছর। এখানে লোন পেতে আপনার মাসিক বেতন হতে হবে 30 হাজার টাকা। সুদের হার গুনতে হবে বার্ষিক 10.50 শতাংশ। প্রসেসিং চার্জ 2.5 শতাংশ কাটা হবে।
Bajaj Finserv Personal Loan
বাজাজ থেকেও আপনি 25 লাখ টাকার ঋণ পেতে পারেন। সুদের হার নেওয়া হবে 13 শতাংশ এর সাথে 4 শতাংশ প্রসেসিং চার্জ কাটা হবে। আপনার বয়স 18 বছর না হলে আপনি লোনের জন্য আবেদন জানাতে পারবেন না। লোনের মেয়াদপূর্তির সবচেয়ে বেশি সময়সীমা হলো 6 বছর। তবে এক্ষেত্রে আপনার মাসিক বেতন 22 হাজার বা তার বেশি হতে হবে।
মাত্র 5 মিনিটে পাবেন দরকারি টাকা, আজই আবেদন করুন এই বিশেষ স্কিমে
Kottak Mahindra Bank Loan
Kottak Mahindra থেকে আমরা অনেকেই ইএমআই সিস্টেমে লোন নিয়ে থাকি। এখানে আপনি 50 হাজার থেকে 25 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। বার্ষিক সুদের হার হবে 10.99 শতাংশ। এছাড়া প্রসেসিং চার্জ করবে 3 শতাংশ। লোন গ্রাহক কে মাসিক 30 হাজার টাকা আয় করতে হবে।