জীবনে চলার পথে ঋণ (Loan) নেওয়ার দরকার পরে, এর মধ্যে Personal Loan বা ব্যাক্তিগত লোন অন্যতম। কারণ এখন প্রত্যেক মানুষেরই নিজেদের জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন এই কারণের জন্যই আমাদের অনেক সময় এককালীন বেশি অঙ্কের কিছু টাকার প্রয়োজন হয়। আর চাকরি বা ব্যবসা করার মাধ্যমে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে না, এই কারণের জন্যই আমরা ঋণ নেওয়ার জন্য ব্যাংকের দারস্থ হই। বিভিন্ন রকমের ঋণ যেমন – বন্ধকী, ব্যাক্তিগত (Personal Loan), বাণিজ্যিক (Business Loan), বাড়ি (Home Loan) এই সকল প্রকারের ঋণ পাওয়া যায়।
Personal Loan Apply Process Online Details.
আজকে আমরা এই প্রতিবেদনে Personal Loan বা বন্ধকী ঋণ সম্পর্কে আলোচনা করব। এই ঋণ আমরা প্রত্যেক মানুষেরাই পেতে পারি, কিন্তু এর জন্য প্রত্যেককে চাকরি বা নিজস্ব ব্যবসা করা বাধ্যতামূলক হবে। Dhani App এর মাধ্যমে আপনারা সকলে বিভিন্ন প্রকারের ঋণের জন্য আবেদন করতে পারবেন। Indiabulls কোম্পানির অধীনস্থ হল এই সংস্থা। আজকে এই প্রতিবেদনে আমরা জেনে নিতে চলেছি আপনারা এর মাধ্যমে কিভাবে ঋণ পাবেন।

Personal Loan এর জন্য কিভাবে আবেদন করার যোগ্যতা ও নথিপত্র
- ১) এই লোন এর জন্য সকল আবেদনকারীকে চাকরিজীবী, ব্যবসায়ী হতে হবে।
- ২) ১ হাজার টাকা থেকে ১৫ লক্ষ পর্যন্ত ঋণ আপনারা মাত্র ৩ মিনিটের মধ্যে পেয়ে যাবেন।
- ৩) যেই সকল আবেদনকারীর ক্রেডিট স্কোর ভালো আছে তাদের থেকে খুবই সামান্য প্রায় ০% এর সমান সুদ নেওয়া হয়।
- ৪) বার্ষিক ১৪% এর কাছাকাছি সুদ সকলকে দিতে হবে।
- ৫) ৩ মাস থেকে ২৪ মাসের মধ্যে আপনাদের এই ঋণ শোধ করতে হবে।
- ৬) আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড লাগবে এই জন্য।
- ৭) ২১ বছরের ওপরে সকলে এই আবেদন করতে পারবে।

Personal Loan এর জন্য কিভাবে ধনী অ্যাপে আবেদন করবেন
১) Google Play Store থেকে Dhani App ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর রেজিস্টার করে নিতে হবে।
৩) Dhani Freedom Card একটিভ করে নিতে হবে নইলে আপনারা এই আবেদন করতে পারবেন না।
৪) নিজের ক্রেডিট স্কোর লিখে দিলে আপনি এর যোগ্য কিনা আপনাকে দেখিয়ে দেওয়া হবে।

৫) এরপর আপনার ধনী অ্যাপে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং এরপর আপনাকে নিজের ব্যাংকে এই টাকা ট্রান্সফার করে নিতে হবে।
৬) ২৪ মাসের মধ্যে আপনাকে এই ঋণ চোকাতে হবে।
৭) আপনি নিজের মোবাইলের মাধ্যমেই এই ঋণের জন্য আবেদন ও ভুগতান করতে পারবেন।