PGCIL Recruitment 2024 নিয়ে চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুযোগ এসেছে। দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL) পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন স্থানে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট 795 টি শূন্যপদ পূরণ করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা পাবেন মাসিক সর্বোচ্চ 30,000 টাকা বেতন। যারা সরকারি চাকরি খুঁজছেন, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না। একে একে বিস্তারিত জেনে নেয়া যাক।
PGCIL Recruitment 2024 – শূন্যপদের বিবরণ
PGCIL-এর এই নিয়োগে বিভিন্ন পদে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে কতগুলি করে শূন্যপদ রয়েছে তা জেনে নেয়া দরকার। পদের নাম এবং শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হল:
- ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল) – 100 টি শূন্যপদ
- ডিপ্লোমা ট্রেইনি (সিভিল) – 20 টি শূন্যপদ
- জুনিয়ার অফিসার ট্রেইনি (HR) – 40 টি শূন্যপদ
- জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A) – 25 টি শূন্যপদ
- সহকারী প্রশিক্ষণার্থী (Assistant Trainee) – 610 টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা
প্রত্যেকটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। PGCIL Recruitment 2024 -এর ইঞ্জিনিয়ারিং শাখাতে বিভিন্ন শাখায় ডিপ্লোমা এবং স্নাতক করা থাকলে বিভিন্ন পদে আবেদন করা যাবে। নীচে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো:
- ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।
- ডিপ্লোমা ট্রেইনি (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।
- জুনিয়ার অফিসার ট্রেইনি (HR): যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী।
- জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A): স্নাতক ডিগ্রী সহ CA/ICWA।
- সহকারী প্রশিক্ষণার্থী (Assistant Trainee): কমার্সে স্নাতক ডিগ্রী।
মাসিক বেতন
নিম্ন লিখিত পদগুলির জন্য বেতন কাঠামো বিভিন্ন রকম রয়েছে। এক্ষেত্রে 25 হাজার টাকা থেকে শুরু করে 30 হাজার টাকা পর্যন্ত মিলবে বেতন। নীচে বেতনের তালিকা দেওয়া হলো:
- ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল): প্রতি মাসে 25,000 টাকা।
- ডিপ্লোমা ট্রেইনি (সিভিল): মাসিক 25,000 টাকা।
- জুনিয়ার অফিসার ট্রেইনি (HR): প্রতি মাসে 30,000 টাকা।
- জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A): মাসিক 30,000 টাকা।
- সহকারী প্রশিক্ষণার্থী (Assistant Trainee): প্রতি মাসে 25,000 টাকা।
বয়স সীমা
PGCIL Recruitment 2024 -এর এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বাধিক 30 বছর। এর বেশি হলে আবেদন করা যাবে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় পাবেন নিচে সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড়ের তালিকা দেওয়া হলো:
- SC/ST: সর্বোচ্চ 5 বছর ছাড়।
- OBC: সর্বোচ্চ 3 বছর ছাড়।
- PWD: সর্বোচ্চ 10 বছর ছাড়।
নিয়োগ প্রক্রিয়া
PGCIL-এর নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। ধাপগুলি একে একে দেখে নিন। লিখিত পরীক্ষা, মেডিকেল, ইন্টারভিউ ইত্যাদি প্রায় সমস্ত পদ্ধতি থাকছে এখানে।
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার টেস্ট বা কম্পিউটার দক্ষতা পরীক্ষা
- মেডিকেল পরীক্ষা
- মেধা তালিকার ভিত্তিতে চূড়ান্ত বাছাই
- ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া
এই পদগুলিতে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। যারা আবেদন করতে চান, তাদের জন্য নীচে আবেদন করার ধাপগুলি দেওয়া হলো:
- PGCIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- প্রাথমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- মোবাইল নম্বর ও ইমেইল আইডি ব্যবহার করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করুন।
- লগইন করে নিজের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন এবং আবেদন সম্পন্ন করুন।
20 বছরেই আবেদন, পোস্ট অফিসে একাধিক পদে নিয়োগ শুরু! দেখুন বিজ্ঞপ্তি
আবেদন ফি
PGCIL-এর এই নিয়োগে আবেদন ফি নির্দিষ্ট শ্রেণীর প্রার্থীদের জন্য ভিন্ন ভিন্ন রকমের। কারও লাগবে 300 টাকা আবার কেউ করতে পারবেন বিনামূল্যেই।
- SC/ST/PWD: আবেদন ফি 300 টাকা।
- General/OBC: কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শেষ তারিখ: 12 নভেম্বর, 2024.
এই PGCIL Recruitment 2024 -এর নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং অনলাইনে আবেদন করার জন্য, প্রার্থীরা PGCIL-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ ভিজিট করতে পারেন। আবেদনের লিঙ্ক নিচে দেয়া হল-
- অফিসিয়াল অয়েবসাইটঃ PGCIL ওয়েবসাইট
- আবেদন করার লিঙ্কঃ Apply Now!