২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এই PMMY Mudra Loan বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সূচনা করা হয়। এটি একটি সরকারি প্রকল্প, এই প্রকল্পটি বাস্তাবায়ন করার মূল উদ্দেশ্যে হল – দেশের সমগ্র স্থানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটানো এবং কর্মসংস্থান বৃদ্ধি করা। এর অধীনে আবেদনকারীকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হয়ে থাকে। কিন্তু আপনাদের কে নিজেদের প্রয়োজন মতো এই প্রকল্পে আবেদন করতে হবে।
PMMY Mudra Loan All Details.
বর্তমানের যুগে টাকা ছাড়া একপাও এগোনো সম্ভব নয়, এই জন্য PMMY Mudra Loan নিয়ে আসা হয়েছে সরকারের তরফে। হিন্দিতে একটি কথা আছে বাবা বড় না ভাই সব থেকে বড় রুপিয়া, মানে বাবা ও ভাইয়ের থেকেও বড় হল টাকা। এই চরম মূল্যবৃদ্ধির বাজারে অল্প টাকায় নিজের সংসার চালানো দায় হয়ে উঠছে। কিন্তু এখন করোনা অতিমারির পর থেকে সকল মানুষের রোজগার অনেক অংশেই কমে গেছে আর এই কারণের জন্য এখন অনেক মানুষের ঋণ (Loan) নিতে হয়।
PMMY Mudra Loan আবেদনের যোগ্যতাঃ-
১) মূলরূপে ভারতীয় নাগরিকরা এই আবেদন করতে পারবেন।
২) ১৮ বছরের ওপরে আপনারা এই আবেদন করতে পারবেন।
৩) আপনাদের এই আবেদনের জন্য একটা ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে।
PMMY Mudra Loan আবেদনের নথিপত্রঃ-
১) আধার কার্ড, পান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স।
২) আয়কর রিটার্ন এর প্রমাণ।
৩) ব্যাংকের সকল তথ্য।
৪) ঠিকানার প্রমাণপত্র, মোবাইল নম্বর।
PMMY Mudra Loan এর জন্য কিভাবে আবেদন করবেনঃ-
১) www.mudra.org.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনাকে নিজের যাবতীয় সকল তথ্য দিয়ে দিতে হবে।
৪) এই সকল কিছু করার পর আপনাদের সামনে একটা অনলাইন ফর্ম খুলে যাবে।
৫) এই ফর্মে আপনাদের সকলকে কতো ঋণ চাইছেন, নাম, ব্যবসার নাম, ঠিকানা এই সকল তথ্য লিখে দিতে হবে।
Ration Card – আপনার APL রেশন কার্ডকে কিভাবে BPL কার্ডে পরিবর্তন করবেন?
৬) এই ফর্ম সাবমিট করলে আপনার মোবাইলে একটা OTP আসবে এই OTP লিখে দিলে আপনার আবেদন মঞ্জুর করে দেওয়া হবে।
৭) এই সরল পদ্ধতি অনুসরণ করে আপনারা PMMY Mudra Loan এর জন্য আবেদন করতে পারবেন
Swasthya Sathi Card – অতি সহজেই স্বাস্থ্যসাথী কার্ডে অনলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতি দেখে নিন।