Post Office Recruitment – মাধ্যমিক পাশেই আবেদন করুন, লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ।

আপনিও যদি অনেক দিন ধরে একটি ভালো সরকারি চাকরির আশা করে থাকেন তবে আপনাদের জন্য সুখবর (Post Office Recruitment). এবার ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বহু মানুষের বহু ক্ষেত্রে কাজ করার মন মানসিকতা থেকে। তবে অনেকেরই একটি বিশেষ ক্ষেত্রে কাজ করার স্বপ্ন থাকে।

Post Office Recruitment

তেমনই কোনো ব্যাক্তির যদি ভারতীয় ডাক বিভাগে (Post Office Recruitment) কাজ করার স্বপ্ন থেকে থাকে তবে তারা এই পোস্টটির জন্য আবেদন জানাতে পারবেন। বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। নারী পুরুষ উভয় সম্প্রদায় ভারতীয় ডাক বিভাগের এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

শুধুমাত্র মাধ্যমিক পাশেই Post Office Recruitment এ সকল চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রাজ্যের মাধ্যমিক পাশের সংখ্যা অনেক, প্রচুর চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন। আজকের আর্টিকেলের মাধ্যমে দেখে নিন কী কি যোগ্যতা লাগছে এই পদে আবেদনের জন্য, পদের নাম, শূন্যপদ ইত্যাদি।

  • পদের নাম ও মোট শূন্যপদ
  • বয়স
  • শিক্ষাগত যোগ্যতা
  • নিয়োগ পদ্ধতি ও আবেদন মূল্য
  • আবেদন পদ্ধতি

 মাধ্যমিক পাশে জেলা কোর্টে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন।

পদের নাম ও মোট শূন্যপদ

ভারতীয় ডাক বিভাগের যে পদটির জন্য আপনারা আবেদন জানতে যাচ্ছেন সেই পদটির নাম হলো ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক। গ্রামীণ ডাক সেবক পদে মোট শূন্যপদের সংখ্যা 51 হাজার টি। সুতরাং আর কোনো দ্বিধাবোধ না করে চটজলদি এই পদের জন্য আবেদন জানান।

বয়সসীমা

গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। তবে এক্ষেত্রে যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি তাদের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় আছে।

Post Office Recruitment - পোস্ট অফিসে চাকরি

শিক্ষাগত যোগ্যতা

গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন মাধ্যমিক পাশ করতে করতে। স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে আবেদনকারিকে মাধ্যমিক পাশ করতে হবে। তবে উচ্চ থেকে উচ্চতর একাডেমিক কোয়ালিফিকেশন যুক্ত ব্যক্তিরাও আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি ও আবেদন মূল্য

এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবেনা। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা হবে। তারপর ম্যারিড অনুযায়ী পর পর আবেদনকারীদের তথ্য যাচাইকরণ করা হবে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবেনা। তবে বাকি ক্যাটাগরিদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।

পোস্ট অফিসে মাধ্যমিক পাশে পার্মানেন্ট চাকরির সুযোগ।

আবেদন পদ্ধতি

১) আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে হবে। অফলাইনে কোনো আবেদন জানতে পারবেন না। অনলাইনে আবেদন জানানোর জন্য আপনাকে www.Indiapost.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২) রেজিস্ট্রেসন হয়ে গেলে পরবর্তীকালে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আসল ফর্ম ফিল আপ করতে হবে।
৩) ফর্ম ফিল আপ হয়ে গেলে রিকোয়্যার্ড ডকুমেন্টস দিয়ে সাবমিট করে দিতে হবে।

Leave a Comment