Post Office Recruitment – ডাক বিভাগে 63,200 টাকা বেতনসহ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ।

চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের জন্য খুশির খবর। কারণ নতুন বছরের শুরুতেই বিপুল শূন্যপদে Post Office Recruitment হতে চলেছে। সম্প্রতি একটি কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ। আর সেখানে নিয়োগ বার্তা এসেছে চাকরিপ্রার্থীদের জন্য। এই নিয়োগে অংশ নিতে পারবেন রাজ্যের যেকোনো জেলার যুবক যুবতীরা। ন্যুনতম যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। অর্থাৎ এই নিয়োগ কর্মসূচি সকল চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কিভাবে আবেদন জানানো যাবে? কী কী শর্ত রয়েছে? এই সকল তথ্যগুলি জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

Department Indian of Post Office Recruitment 2024

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • বেতন
  • বয়সসীমা
  • আবেদন যোগ্যতা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা
  • নিয়োগ প্রক্রিয়া

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি ডাক বিভাগের তরফে একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি জারি করেছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তত্ত্বাবধানে থাকা ডাক বিভাগ (Department of Posts)। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই Post Office Recruitment প্রধানত গ্রুপ সি কর্মীদের নিয়োগ করা হবে। প্রার্থীদের চাকরি দেওয়া হবে গ্রুপ সি নন গেজেটেড লেভেল পদে।

বেতন

অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে Post Office Recruitment এর শূন্যপদে নিযুক্ত কর্মীদের পে ম্যাট্রিক্সের লেভেল 2 অনুযায়ী মাসিক গড় বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে।

আবেদন যোগ্যতা

(A) যে সমস্ত আগ্রহীরা এই Post Office Recruitment এ আবেদন জানাতে চান তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে আবেদনকারী এই নিয়োগে অংশ নিতে পারবেন।

বয়সসীমা

যে সকল আগ্রহীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁদের বয়সসীমা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন SC/ST রা 5 বছরের ছাড় পাবেন ও OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।

ইন্টারভিউ দিয়ে 63000 টাকা বেতনে বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি

(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(B) এরপর সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিতে হবে।

(C) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করবেন। তারপর ফর্ম ও ডকুমেন্টগুলি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনকারীরা এ বিষয়ে বিশদ তথ্য পাবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

LIC Recruitment (এলআইসিতে কর্মী নিয়োগ)

আবেদনের সময়সীমা

ডাক বিভাগের এই নিয়োগে আবেদন জানানো যাবে আগামী 20 জানুয়ারি 2024 এর মধ্যে। এই নির্দিষ্ট তারিখের পর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। ওই দিনের পর আপ্লিকেশন জমা দিলে সেটি বাতিল বলে গণ্য হবে।

পশ্চিমবঙ্গে আর কেউ বেকার থাকবে না। ঘরে ঘরে চাকরি! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের।

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য 100 নম্বরের মেরিট টেস্ট নেওয়া হবে। যেখানে থিওরি পেপারে থাকবে মোট 80 নম্বর ও প্র্যাকটিক্যাল পেপারে থাকবে 20 নম্বর। পরীক্ষার পর যোগ্য প্রার্থীদের বাছাই করে একটি মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। আগ্রহীরা এ বিষয়ে বিশদ জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment