সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (PSC Practice Set ). যেখানে টেকনিক্যাল অফিসার বিভাগে কর্মী নিয়োগ করা হবে। যেখানে মত মাইনের বেতনে কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই নিয়ে বড় তোড়জোড় চলছে রাজ্যের চাকরি প্রার্থীদের মধ্যে। সরকারি চাকরির প্রস্তুতি অনেকে অনেক ভাবে নিয়ে থাকেন।
PSC Practice Set for Clerkship
কেউ সেলফ স্টাডি করেন কেউ বা নামী দামী সংস্থায় কোচিং নিয়ে থাকেন। তবে প্রত্যেকেই একজন বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট খুব বেশি পরিমাণে ফলো করেন। আমরা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ আজকে এনেছি যেখানে মোট ১০ টি MCQ রয়েছে (PSC Practice Set ).
এই MCQ গুলো যদি চাকরি প্রার্থীরা প্র্যাকটিস করেন তাহলে আশা করা যাচ্ছে পরীক্ষায় দেওয়া MCQ এর মধ্যে আপনারা এই MCQ গুলোকেও দেখতে পাবেন (PSC Practice Set ). যারা এই আর্টিকেল পড়বেন তারা তাদের সাথে প্রস্তুতি নেওয়া আরো চাকরিপ্রার্থীদের এই প্রতিবেদনটি দেখালে আশা করছি তারাও খুবই উপকৃত হবেন এবং MCQ এর দিক থেকে চিন্তা মুক্ত থাকবেন।সাথে MCQ সহ এর উত্তরপত্রও দেওয়া হলো (PSC Practice Set ).
রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, 20 হাজার টাকা মাসিক বেতনে করুন চাকরি।
১) রাষ্ট্রপতি হিসাবে Shavkat মির্জিয়য়েভ কোন দেশে পুনঃনির্বাচিত হলেন?
A) তুর্কি B) আফগানিস্থান C) কিরগিস্থান D) উজবেকিস্তান ।
২) কোন রাজ্যে ভারতের ৩৬ তম ফ্লাইং ট্রেনিং স্কুল তৈরি করা হলো?
A) তামিলনাড়ু B) অন্দ্রপ্রদেশ C) কর্ণাটক D) গুজরাট।
৩) কে xAI নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করলেন?
A) মুকেশ আম্বানি B) সুন্দর পিচাই C) এলোন মাস্ক D) বিল গেটস।
৪) World Archery Youth Championship ২০২৩ তে ভারত মোট কোটি মেডেল জিতেছে?
A) ১৬ টি B) ১০টি C) ১৫ টি D) ১১ টি।
৫) SBI Card এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কে নিযুক্ত হলে?
A) শান্তি মোহন B) নিখিল দাস C) অভিজিৎ চক্রবর্তী D) সৌরেন মাইতি।
৬) কোন দেশের Ashleigh Gardner ২০২৩ সালের অনুষ্ঠিত Icc Women’s Player of the month Award জিতেছিলেন?
A) অস্ট্রেলিয়া B) থাইল্যান্ড C) ইংল্যান্ড D) নিউজিল্যান্ড।
৭) কোথায় Mobile Dost App লঞ্চ করা হয়েছে?
A) লাদাখ B) গোয়া C) জম্বু ও কাশ্মীর D) দিল্লি।
৮) কোন দেশ ৩৪ th International Biology Olympiad জিতেছে?
A) ভারত B) জাপান C) চিন D) আমেরিকা।
টেট নিয়ে ফের প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ! চাকরি প্রার্থীদের ঠিক
৯) মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উত্তরপ্রদেশের স্থান কত?
A) প্রথম B) দ্বিতীয় c) তৃতীয় D) পঞ্চম।
১০) ২০২৩ জুন মাসে Icc Men’s Player of the Month Award ke জিতেছিলেন?
A) বিরাট কোহলি B) বাবার আজম C) ওয়াইনিন্ডু হারসঙ্গা D) কেউ নন।
১) উজবেকিস্তান ২) তামিলনাড়ু ৩) এলোন মাস্ক ৪) অস্ট্রেলিয়া ৫) অভিজিৎ চক্রবর্তী ৬) অস্ট্রেলিয়া ৭) জম্বু ও কাশ্মীর ৮) ভারত ৯) দ্বিতীয় ১০) ওয়াইনিন্ডু হারসঙ্গা।