এবার ভারতীয় রেলের পক্ষ থেকে Rail Recruitment এর বিজ্ঞপ্তি প্রচার করা হলো। ভারতীয় রেল অনেকের কাছেই একটি স্বপ্নের ওয়ার্কপ্লেস। তাই বহু পরীক্ষার্থীদের অপেক্ষে করে থাকেন যে কখন কেন্দ্রীয় মন্ত্রক ভারতীয় রেল বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। আবার ভোটের আগে রেলের তরফ থেকে বহু সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে এই দুটি পদের বিবরণ বিস্তারিত দেখে নিন।
Rail Recruitment Technician Job
- পদের নাম ও মোট শুন্যপদ
- বয়সসীমা ও বেতন
- নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি
- আবেদনের শেষ তারিখ ও মূল্য
পদের নাম ও মোট শুন্যপদ
Rail Recruitment এর তরফ থেকে টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল ও টেকনিক্যাল গ্রেড 3 পদে কর্মী নিয়োগ করা হবে। টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল পদে 1092 কর্মী নিয়োগ করা হবে এবং টেকনিক্যাল গ্রেড 3 পদে 9144 জন কর্মীকে নিয়োগ করা হবে।
বয়সসীমা ও বেতন
টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 36 বছর হতে হবে। টেকনিক্যাল গ্রেড 3 সিগন্যাল পদে প্রার্থীদের আবেদনের জন্য প্রার্থীর বয়স 18 থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল পদে চাকরি পাওয়ার পর আপনার মাসিক বেতন থাকবে 29200 এবং টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল পদে চাকরি পাওয়ার পর আপনার বেতন থাকবে 19200 টাকা মাসিক।

নিয়োগ পদ্ধতি
যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের সকলকে লিখিত পরীক্ষার মাধ্যমে Rail Recruitment করা হবে। কম্পিউটার ভিত্তিক টেস্ট নেওয়া হবে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে। প্রত্যেকটি ভুল উত্তরের ক্ষেত্রে ওয়ান থার্ড করে নাম্বার কাটা হবে। তারপর তাদের নিয়ে একটি তালিকা প্রস্তুত করা হবে। এই তালিকা অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশন ওর মেডিক্যাল টেস্ট করা হবে। শূন্যপদ অনুযায়ী 1:1 রেসিওতে আবেদনকারীদের মধ্যে তালিকা তৈরি করা হবে।
আবেদন পদ্ধতি
১) RRB র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সবার প্রথমে। RRB র অফিসিয়াল ওয়েবসাইটটা হলো rrbapply.gov.in.
২) হোম পেজে আপনি আবেদনের লিংক পেয়ে যাবেন।
৩) তারপর ফর্মটি ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় নথি গুলো স্ক্যান করে দিতে হবে।
৪) তারপর আবেদন ফি দিতে সাবমিট করে দিতে হবে।
জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। 35,000 শূন্যপদ, যোগ্যতা মাধ্যমিক পাশ।
আবেদনের শেষ তারিখ ও মূল্য
ভারতীয় রেলের এই পদ দুটিতে আবেদন প্রক্রিয়া শুরু হতে গেছে এই মাসের গত 9 মার্চ থেকে যা 4 এপ্রিল অব্দি চলবে। আবেদন ফী রয়েছে 500 টাকা। তবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি এছাড়া প্রতিবন্ধী, প্রাক্তন সৈনিক এদের জন্য আবেদন মূল্য 250 টাকা কমিয়ে 250 টাকা রাখা হয়েছে।