Railway Internship – ভারতীয় রেলের তরফ থেকে প্রশিক্ষনের সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ।

ভারতীয় রেলের তরফ থেকে চাকরিপ্রার্থীদের জন্য আবারও একটি সুসংবাদ দেওয়া হলো (Railway Internship). লোকসভা ভোটের মুখে কেন্দ্র সরকার দফায় দফায় একের পর এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য বিরাট কর্ম সংস্থানের সুযোগ তৈরি করার চেষ্টা নিয়েই এই উদ্যোগ।

Railway Internship Training

এতদিন রেল দপ্তরের তরফ থেকে শুধুমাত্র সরকারী চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছিলো। সম্প্রতি রেল দপ্তরের তরফ থেকেই ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে (Railway Internship). আমরা সকলেই জানি রেলের বেশিরভাগ বিভাগ গুলিতে কাজের জন্য টেকনিক্যাল কোর্সের প্রয়োজন হয়।

ভারতীয় রেলের তরফ থেকে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ।

অনেক স্টুডেন্ট আছেন যারা তাদের ডিগ্রীর জন্য পড়াশোনা শেষ করেও কোথায় কাজের সুযোগ পাচ্ছেন না বা তারা ইন্টার্নশিপেরও সুযোগ পাননি। দক্ষিণ-পূর্ব-মধ্য শাখার বিলাসপুর ডিভিশনের তরফে যেটা কিনা ভারতের 19 টি রেলওয়ে জোনের মধ্যে অন্যতম সেখান থেকেই একটি অফিশিয়াল নোটিশের মাধ্যমে ইন্টার্নশিপের নোটিশ জারি করা হয়েছে (Railway Internship).

যার সদর দপ্তর পশ্চিমবঙ্গের কলকাতার গার্ডের রিচে অবস্থিত। এই ইন্টারনশিপটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যারা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পাশ করেছেন তারাই কেবল মাত্র এর সুবিধা পাবেন। অন্যান্য শাখার পড়ুয়ারা এই সুবিধার আয়তাভুক্ত হবেন না।

railway recruitment - ( রেলে কর্মী নিয়োগ)

সব মিলিয়ে মোট 498 জন স্নাতক ও ম্যানেজমেন্টের পড়ুয়াদের নেওয়া হবে। এই ইন্টার্নশিপের মাধ্যমে ফিনান্স ম্যানেজমেন্ট, মেকানিক্যাল, সিভিল, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল কমিউকেশন, মেটিরিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে পাঠরত পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।

রেলের তরফ থেকে এতো বড় সুযোগ দেওয়া হচ্ছে (Railway Internship). সেখানে অবশ্যই কিছু শর্তাবলী থাকবে। এখানে শর্তাবলী হিসাবে রাখা হয়েছে প্রার্থী পূর্বে কোনো প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেনি এমনটাই তাকে একটি লিখিত বিবৃতি জমা দিতে হবে। শুধু মাত্র ইন্টার্নশিপ নয় তার সাথে সাথে আপনাকে সার্টিফিকেটও দেওয়া হবে।

রাজ্য সরকারি প্রকল্পে 22 হাজার টাকা বেতনে

কাজে নিযুক্ত হবে কিনা তা জানার জন্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। আবেদন জমা করার শেষ তারিখ 30 শে মে পর্যন্ত। প্রায় এক মাসের অপরে প্রার্থীদের সময় ও সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া এই ইন্টার্নশিপ রিলেটেড যেকোনো তথ্য পেতে আপনারা দক্ষিণ-পূর্ব-মধ্য শাখার অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।

Leave a Comment