Railway Recruitment 2024: ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদন শুরু! বিস্তারিত দেখুন

Railway Recruitment 2024 -এর বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় রেলে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে চাকরির জন্য বড় সুযোগ এসেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) সম্প্রতি মোট 5647 টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ছেলে-মেয়ে উভয় ভারতীয় নাগরিক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন।

Railway Recruitment 2024: শূন্যপদের বিবরণ

পদের নাম: অ্যাক্ট অ্যাপ্রেন্টিস,শূন্যপদ: মোট 5647 টি

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের Railway Recruitment 2024 -এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50 শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকা আবশ্যক। এগুলি থাকলে তবেই করা যাবে আবেদন।

বয়স সীমা

আবেদনকারীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে থাকতে হবে। Railway Recruitment 2024 -এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে গেলে সংরক্ষিত শ্রেণীর জন্য বিশেষ ছাড় রয়েছে। সেক্ষেত্রে কাদের জন্য কত বছরের জন্য বয়সের ছাড় থাকবে, তা একে একে দেখে নেয়া যাক।

SC/ST প্রার্থীদের জন্য 5 বছর,OBC প্রার্থীদের জন্য 3 বছর,PwBD প্রার্থীদের জন্য 10 বছর।

বেতন কাঠামো

অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত প্রার্থীরা অ্যাপ্রেন্টিসশিপ নীতি অনুযায়ী নির্ধারিত বেতন পাবেন, যা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা পর্যালোচনা করা হবে। এটি বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ,আবেদন অনলাইনে! বিজ্ঞপ্তি দেখুন

নিয়োগ প্রক্রিয়া

  1. প্রার্থীদের মাধ্যমিক এবং আইটিআই-এর গড় নাম্বারের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি হবে।
  2. মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  • সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করতে RRC NFR-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • Railway Recruitment 2024 -এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে গেলে ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি প্রদান করতে হবে।
  • ফি প্রদান করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন ফি

  1. সাধারণ শ্রেণীর জন্য 100/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
  2. PwBD, SC/ST এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি নেই।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • পরিচয় পত্র:
  • আধার কার্ড বা ভোটার আইডি কার্ড,
  • জন্ম তারিখের প্রমাণপত্র:
  • মেট্রিকুলেশন সার্টিফিকেট,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
  • ITI সার্টিফিকেট,
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের কালার ছবি।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: 4 নভেম্বর, 2024.আবেদনের শেষ তারিখ: 3 ডিসেম্বর, 2024.

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন: Click Here!অফিশিয়াল ওয়েবসাইট: Click Here!

এই Railway Recruitment 2024 -এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে গেলে বিজ্ঞপ্তিটি চাকরিপ্রার্থীদের জন্য একটি ভালো সুযোগ। সঠিক যোগ্যতা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য ওয়েবসাইট ভিজিট করুন। আরো অন্যান্য খবর পেতে আমাদের কাজ কেরিয়ার এর সাথে থাকুন।