চলতি বছরে আবারও কেন্দ্রের তরফ থেকে একটি সরকারি চাকরির প্রচার করা হলো (Railway Recruitment). রেলের টিকিট সেলার পদে কর্মীদের নিয়োগ করা হবে। নারী পুরুষ উভয় জাতি নির্বিশেষে আবেদন জানাতে পারবেন। তার জন্য তাদের শুধু মাত্র ভারতের বসবাসকারী হলেও হবে এবং যে রাজ্যের অধিবাসী হতে হবে।
Railway Recruitment Ticket Booking Agent
যারা এই ধরনের কাজ খুঁজছিলেন যেখানে একটি স্থায়ী স্থানে বসে কাজ করতে হবে তারা এই পদটির জন্য আবেদন জানাতে পারেন (Railway Recruitment). এমনটাই প্রকাশ করা হয়েছে অফিসিয়াল টেন্ডার এর মাধ্যমে। তাহলে জেনে নেওয়া যাক কি কি যোগ্যতা লাগবে এই পদটিতে কাজের জন্য। সাথে পদের নাম সহ বেতন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।
পদের নাম
ভারতীয় রেল দপ্তরের তরফ থেকে ENGAGMENT OF STATION TICKET BOOKING AGENTS পদে কর্মী দের নিয়োগ করা হবে। নিয়োগকারী সংস্থার নাম হলো ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন (Railway Recruitment). ঠিক কতজন কর্মীদের নিয়োগ করা হবে সেই বিষয়ে সঠিক ভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বয়স ও বেতন ENGAGMENT OF STATION TICKET BOOKING AGENTS পদে কর্মী দের আবেদনের জন্য নূন্যতম বয়স 18 হওয়া প্রয়োজন। তার নিম্নতম বয়সের ব্যাক্তিরা চাইল্ড অ্যাক্ট এর আওতাভুক্ত তাই তাদের আবেদন কোনো ভাবেই গ্রহণ যোগ্য নয়।
উল্লিখিত এই পদটির জন্য বেতন সঠিক কত হবে টা বলা হয়নি। টার্গেট বা কমিশনের ভিত্তিকে বেতন প্রদান করা হবে। এছাড়া আরো ডিটেলস জানতে হলে অফিসিয়াল টেন্ডারটিতে চোখ রাখতে হবে।
যোগ্যতা
আমরা জানি যেকোনো সরকারি চাকরিই ভীষণ নূন্যতম একাডেমিক শিক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়। এখানেও ঠিক তাই কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদটিতে আবেদন জানাতে পারবেন (Railway Recruitment).
আবেদন পদ্ধতি
বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষার আবেদন প্রক্রিয়া অনলাইনে হলেও এই আবেদনটি আপনাকে করতে হবে সম্পূর্ণ অফলাইনে। তার জন্য আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলে er.Indianrailways.gov.in. এখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একটি A4 সাইজ পেপারে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটিকে ফিল আপ করে ডকুমেন্টস সমেত এপ্রিল মাসের 10 তারিখের আগে সঠিক ঠিকানায় সঠিক স্থানে পৌঁছে দিতে হবে।
পোস্ট অফিসে ডাক পিওন পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। পরীক্ষার সিলেবাস ও কিভাবে আবেদন করবেন?
এ ধরনের চাকরি সংক্রান্ত, কর্মী নিয়োগ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। চাকরি সংক্রান্ত কোনো জরুরি বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেলে আমরা সর্বপ্রথম সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।