কেন্দ্রের তরফ থেকে আবারও একটি সরকারী চাকরির ঘোষণা করা হল (Railway Recruitment). ভারত সরকারের মিনিস্ট্রি অফ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সম্প্রতি এমন বিজ্ঞপ্তিই প্রকাশ করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রের তরফ থেকে লোকসভা ভোটের আগে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এবারের রেলওয়ের বিজ্ঞপ্তিতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে।
Railway Recruitment Various Post
প্রচুর পরিমাণে বেকার যুবক যুবতী এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। ভারতীয় রেলে কাজ করা বা কাজ করার সুযোগ পাওয়া বহু মানুষের কাছে স্বপ্নের এবং ইমশনের জায়গা। ছোটো থেকেই মানুষের ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার মতো অনেকেরই আশা থাকে ভারতীয় রেল বিভাগে কাজ করার।
রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, 20 হাজার টাকা মাসিক বেতনে করুন চাকরি।
এছাড়াও যারা সরকারী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা এই পদেগুলির জন্য আবেদন করতে পারবেন। চলুন তবে আজকের আর্টিকেলের মাধ্যমে জানা যাক কোন কোন পদে শূন্যপদ রয়েছে এবং সেই সব পদের জন্য কী কী যোগ্যতা ও বয়সসীমা দরকার।
- পদের নাম
- যোগ্যতা
- বেতন ও বয়স
- নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি ও ফী
পদের নাম
9 হাজারেও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে একথা আগেই উল্লেখ করা হয়েছে (Railway Recruitment). একের বেশি পদে কর্মীদের নিয়োগ করা হবে। যে পদ গুলিতে কর্মীদের নিয়োগ করা হবে সেগুলি হলো – অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম অ্যসিস্টেন্ট, জুনিয়র টাইম কিপার, টিকিট কালেক্টর, কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
যোগ্যতা
যেহেতু Railway Recruitment বোর্ডের তরফ থেকে একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুতরাং আলাদা কিছু রিকুয়ারমেন্ট আছে। তবে প্রত্যেকটি পদের জন্যই আবেদনকারীদের অবশ্যই কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
বেতন ও বয়স
আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা বেতনসীমা রয়েছে। তবে এখানে আপনি নুন্যতম 19,900 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এর সাথে ভারতীয় রেলবিভাগে কর্মরত ব্যাক্তিরা বিভিন্ন ধরনের অ্যালাউন্স যেমন হাউস অ্যান্ড রেন্ট অ্যালাউন্স সহ, ট্র্যাভেলিং এই ধরনের একাধিক অ্যালাউন্স পেয়ে যাবেন। 18 থেকে 30 বছরের বয়সের মধ্যবর্তী ব্যাক্তিরা শুধুমাত্র এই পদগুলিতে আবেদনের যোগ্য।
নিয়োগ পদ্ধতি
যোগ্য ব্যাক্তিদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পাঁচটি পদ্ধতিতে কর্মীদের নিয়োগ করা হবে (Railway Recruitment). 90 মিনিটের পরীক্ষায় 100 নাম্বারের প্রশ্নমান থাকবে। সি বি টি ওয়ান, সি বি টি টু, টাইপিং, মেডিকেল সি সি টি ওয়ান এই পরীক্ষা গুলি নেওয়া হবে। যেখানে সি বি টি থাকবে 120 টি সাথে থাকবে নেগেটিভ মারকিং। টাইপিং টেস্টের ক্ষেত্রে প্রতি মিনিটে 30 টি করে ওয়ার্ড টাইপিং করতে হবে।
আবেদন পদ্ধতি ও ফী
ইচ্ছুক প্রার্থীদের ভারতীয় রেল বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। সম্পূর্ণ পদ্ধতিটিই হবে অনলাইনে। তবে ফর্ম ফিল আপের জন্য সাধারন কাস্টের পুরুষ চাকরি প্রার্থীদের জন্য আবেদন ফী 500 টাকা এবং সংরক্ষিত সম্প্রদায়ের ক্ষেত্রে ও যেকোনো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই আবেদন মূল্য রাখা হয়েছে 250 টাকা।