RPF Recruitment – রেলে কনস্টেবল পদে নিয়োগ, বেতন 21,700 টাকা।

সম্প্রতি RPF Recruitment অর্থাৎ রেলওয়ে প্রটেকশন ফোর্সের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলওয়ে প্রটেকশন ফোর্সের তরফ থেকে কনস্টেবল পদে কর্মীদের নিয়োগ করা হবে। এখানে মোট ৪২০৮ টি পদে কর্মীদের নিয়োগ করা হবে। পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের চয়ন করা হবে। যেসব প্রার্থী উত্তীর্ণ হয়ে এই কন্সটেবেল পদে নিযুক্ত হবেন তাদের বেতন হবে ২১,৭০০ টাকা।

Railway RPF Recruitment Constable post

১৮ থেকে ২৮ বছরের মধ্যবর্তী প্রার্থীরা এই পদে আবেদন জানাতে সক্ষম হবেন। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি পরীক্ষা তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে কর্মী বাছাই হবে। একাধিক শুন্য পদ থেকে বহু প্রার্থী পদে আবেদন জানাতে পারবেন ( RPF Recruitment).

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট একটি শারীরিক গঠন প্রয়োজন। পুরুষ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর জন্য টা ১৬০ এবং চেস্ট হবে ৮৫ ও ৮১.২। মহিলা চাকরি প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫৭ এবং ১৫২ হওয়া অনিবাজ্য ( RPF Recruitment).

  • সিলেবাস
  • আবেদন পদ্ধতি

সিলেবাস

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার স্ট্যান্ডার্ড মাধ্যমিক পরীক্ষার স্ট্যান্ডার্ড এ রাখা হয়েছে। ৯০ মিনিটে মোট ১২০ টি প্রশ্ন দেওয়া হবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১ নম্বর করে তবে কোনো প্রশ্ন এটেম্পট না করলে নম্বর কাটা যাবেনা। নেগেটিভ মার্কিংয়ের জন্য নাম্বার কাটা যাবে ১/৩ ( RPF Recruitment).

কম্পিউটার বেসড পরীক্ষায় ৩টি বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। প্রথমটি হলো আরিদমেটিক  বা পাটিগণিত, যেখানে থাকবে ৩৫ নম্বর। যার মধ্যে থাকবে টাইম এন্ড ডিসটেন্স, প্রফিট এন্ড লস, ইন্টারেস্ট বা সুদ, গড় বা এভারেজ, রেশিও এন্ড প্রপর্শন, পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, ডেসিমাল এন্ড ফ্রেকশনস এর সম্পর্ক ইত্যাদি।

উচ্চমাধ্যমিক পাশে 19 হাজার টাকা বেতনে আপার এবং লোয়ার ক্লার্ক পদে নিয়োগ।

দ্বিতীয় বিষয়টি হলো জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং , এটাতেও রয়েছে ৩৫ নম্বর। সিমিলারিটি এন্ড ডিফারেন্স, আরিথমেটিক নাম্বার সিরিজ সহ আরো অনেক চেপ্টার থাকবে। তৃতীয় বিষয় যেটার ওপর নম্বর রয়েছে সবচেয়ে বেশি সেটি হলো জেনারেল আওয়ার্নেস, ৫০ নম্বরের প্রশ্ন আসবে এর মধ্যে থেকে। ইকোনোমিক্স, স্পোর্টস, সাইন্স, জিওগ্রাফি সহ একাধিক সাবজেক্ট থাকবে এর মধ্যে।

Agriculture Recruitment - ( অ্যগ্রিকালচার নিয়োগ )

আবেদন পদ্ধতি

১) অনলাইনে আবেদন জানাতে হবে আপনাকে সর্বপ্রথম RRB র একটি ওয়েবসাইট গিয়ে একটি একাউন্ট তৈরি করতে হবে।
২) তারপর আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। প্রত্যেক প্রার্থী মাত্র একটাই অ্যাকাউন্ট খুলতে পারবে।
৩) আবেদন করার জন্য আপনার রিসেন্ট এক কপি ফটো যার ব্যাকগ্রাউন্ড সাদা  এবং সাইজ ৩০ থেকে ৭০ kb এর মধ্যে হতে হবে। ছবিতে কোনো ভাবেই সান গ্লাস এবং টুপি পরা চলবেনা।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। শূন্যপদ, বেতন ও কিভাবে আবেদন করবেন?

এছাড়া ফিজিক্যাল ফিটনেস চেক করতে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীদেরই দৌড় চেক করা হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ মিনিট ৪৫ সেকেন্ডে ১৮০০ মিটার্স দৌড়াতে হবে। সাথে আছে ১৪ ফুট লং জাম্প এবং ৪ ফুট হাই জাম্প। মহিলা প্রার্থীদের ৩ মিনিট ৪০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে সাথে ৯ ফুট লং জাম্প এবং ৩ ফুট হাই জাম্প।

Leave a Comment