Ration Card – বদলে যাবে রেশন কার্ড! APL থেকে হবে BPL সাথে ডবল রেশন।

এখন রেশন কার্ডের হবে রদ বদল (Ration Card). সম্প্রতি এমনটাই ঘোষণা করা হল। রেশন কার্ড হল একটি সরকারী নথি যা ভারতের রাজ্য সরকার দ্বারা জারি করা হয়। এর মাধ্যমে স্বল্প মুল্যে, কোনো কোনো সময় আবার বিনামূল্যেও রেশন প্রদান করা হয়। এই রেশন ডিস্ট্রিবিউশানের জন্যও দুধরণের কার্ডের ব্যবহার করা হয়। একটি হল এপিএল কার্ড এবং আরেকটি হল বিপিএল কার্ড।

APL to BPL Ration Card

দারিদ্রসীমা রেখার অপরের মানুষদের জন্য এপিএল কার্ড ইস্যু করা হয় (Ration Card). এর মাধ্যমে প্রতিমাসে প্রত্যেকটি পরিবারকে 15 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে। বিপিএল কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে মাসে 25 থেকে 35 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে। বিপিএল কার্ডে তুলনামূলক অনেকটাই বেশি পরিমাণে খাদ্যশস্য পাওয়া যায়। দেখা যাচ্ছে দারিদ্রসীমার নীচে এমন বহু সংখ্যক মানুষ রয়েছেন যাদের এপিএল কার্ড।

 কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন 44 হাজারের বেশি।

ফলত তাদের জীবনে খাদ্যশস্যের অভাব দেখা দিচ্ছে এবং তারা তাদের পাওনা থেকে বঞ্ছিত থাকছেন। সরকার এবার সেই সমস্ত পরিবার গুলিকে এপিএল থেকে বিপিএল কার্ডে করার সিদ্ধান্ত নিয়েছেন (Ration Card). এর ফলে উপকৃত হবে একাধিক পরিবার। তবে তার জন্যও তাদের বিশেষ কিছু শর্ত মানতে হবে। যা আমরা নীচে উল্লেখ করলাম।

employee benefits - (চাকরি জিবীদের সুদিধা )

APL থেকে BPL কার্ডে যাওয়ার শর্ত

১) প্রথমত বার্ষিক ইনকাম 2 লাখ টাকার নীচে হতে হবে।
২) বাড়িতে কোনো সরকারী চাকুরিজিবী করবেন না।
৩) বাড়িতে কোনো চার চাকা গাড়ি থাকা চলবে না।
৪) আপনাকে দারিদ্রসীমা রেখার নীচে থাকতে হবে।

APL থেকে BPL কার্ড করার প্রক্রিয়া

সামনে লোকসভা ভোট এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত (Ration Card). সিদ্ধান্ত অনুযায়ী সামনে যেহেতু লোকসভা ভোট তাই যেকোনো কাজই খুব দ্রুততার সাথে হবে। যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা আর একটা মুহূর্তও দেরি না করে জলদি আবেদন জানান। ইতিমধ্যেই APL থেকে BPL করার প্রক্রিয়া করার জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে নির্দেশিকা চলে হয়েছে।

 এখন রেশন কার্ড বানান বাড়ি বসে অনলাইনে নিজের মোবাইলে সামান্য কিছু টিপস ফলো করে।

প্রক্রিয়া অনুযায়ী, জেলা আধিকারিকরা খাদ্য সুরক্ষা দফতরের কাছে APL কার্ডধারীদের তথ্য পাঠাবে, তারপর সেই গ্রাহকদের BPL দেওয়া হবে কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকারের কর্মকর্তারা। এই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। আমজনতাদের উদ্দেশ্যে লোকসভা ভোটের আগে সরকারের তরফ থেকে এটি একটি উপহাত্র সরূপ বলা যেতে পারে।

Leave a Comment