বরোদা ব্যাংক হল একটি পাবলিক ব্যাংকিং সেক্টর, এবার ব্যাংক অফ বরোদার তরফ থেকে Recruitment এর বিজ্ঞপ্তি জারি করা হল। সরকারি ব্যাংক গুলির মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম খাতের ব্যাংক। এই ব্যাংকের বিশেষ কয়েকটি খাদে কর্মী নিয়োগ করা হবে। যারা বেকারত্তের সমস্যায় ভুগছেন একটা কাজের জন্য অনেকদিন ধরে আপ্রাণ চেস্টা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Bank of Baroda Recruitment 2024
- পদের নাম ও মোট শূন্যপদ
- বেতন ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা
- আবেদন পদ্ধতি
পদের নাম ও মোট শূন্যপদ – ব্যাংক অফ বরোদায় এসিস্ট্যান্ট, গার্ডেনার, ওয়াচম্যান এসব পদে Recruitment করা হবে।
বয়সসীমা ও বেতন – উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের জন্য সর্বনিম্ন বয়স 22 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে যেহেতু দুটি আলাদা আলাদা পদের জন্য আবেদন করা যাবে সুতরাং দুটি আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বেতন দেওয়া হবে।
এসিস্ট্যান্ট পদে যুক্ত হলে আপনি প্রতিমাসে 14 হাজার টাকা করে পাবেন। এর সাথে ট্রাভেল করার জন্য ট্রাভেলিং অ্যালাওয়েন্স পাবেন হাজার টাকা। ওয়াচম্যান বা গার্ডেনার পদে যুক্ত হলে আপনাকে প্রত্যেক মাসে 7500 টাকা দেওয়া হবে বেতন হিসাবে এবং 500 টাকা দেওয়া হবে ট্রাভেলিং অ্যালাওয়েন্স হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা – গার্ডেনার পদে আবেদনের জন্য আপনাকে চাষের ওপর দক্ষ থাকতে হবে এবং সপ্তম শ্রেণী পাশ করলেই হবে। ওয়াচম্যান পদে কাজ করার জন্যও আপনার যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী পাশ। এছাড়া আরেকটি যে পদ রয়েছে এসিস্ট্যান্ট পদ সেখানে কাজের জন্য আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে। লোকাল মানুষদের সাথে কথোকথনের জন্য লোকাল ভাষা জানতে হবে।
উচ্চমাধ্যমিক পাসে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, অনলাইনে এইভাবে আবেদন করুন
আবেদন পদ্ধতি
১) প্রথমে আপনাকে www.bankofbaroda.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে।
২) সেখানে যে আবেদন পত্রটি আছে টা নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৩) তারপর নির্দিষ্ট ঠিকানায় সাবমিট করে দিন। এই সমস্ত কিছুই আপনাকে করতে হবে 2024 সালের মার্চ মাসের 23 তারিখের মধ্যে।