Recruitment – ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ, রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি।

আবারও একটি Recruitment এর বিজ্ঞপ্তি জারি করা হলো। ভোটের আগে পর পর প্রচুর গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি জারি করা হয়েছে। তবে সেখানের বেতন ভালো মানের হলেও উচ্চ মানের ছিল না। আজকের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে আপনারা মাসিক উচ্চ মানের বেতন পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নেব।

Durgapur Project Limited Recruitment

  • পদের নাম
  • বেতন ও বয়সসীমা
  • যোগ্য প্রার্থী
  • নিয়োগ পদ্ধতি
  • আবেদনের পদ্ধতি

ভারতীয় রেলের তরফ থেকে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ।

পদের নাম – দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড অর্থাৎ ডিপিএল এ চুক্তির ভিত্তিতে এসিস্ট্যান্ট ম্যানেজার পদে Recruitment করা হবে। এখানে নিযুক্ত ব্যাক্তিদের চুক্তির ভিত্তিতে প্রথমে 1 বছরের জন্য নিয়োগ করা হবে তারপর তার কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ বারিয়ে দেওয়া হবে।

বেতন ও বয়সসীমা – দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড এ এসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য আপনার সর্বোচ্চ বয়স হতে হবে 55 বছরের মধ্যে। এই পদে যারা কাজ করবেন তার মাসিক বেতন হবে 63 হাজার টাকা এবং মাইনস অ্যালাওয়েন্স দেওয়া হবে মাসিক পাঁচ হাজার টাকা করে।

librarian recruitment - (লাইব্রারিয়ান পদে কর্মী নিয়োগ)

যোগ্য প্রার্থী – Recruitment এর জন্য আবেদনকারীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। অর্থাৎ বি-টেক ডিগ্রি থাকতেই হবে। এছাড়া তাদের অভিজ্ঞতা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে তবে আপনারা এই পদে আবেদন যোগ্য। কিন্তু যাদের পাঁচ বছরের অভিজ্ঞতা নেই তাদের 2 বছরের অভিজ্ঞতা থাকলেও সেই ব্যক্তিকে অগ্রাধিকার পদে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি – এই পদে আবেদনের জন্য আপনাকে কোনো লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবেনা। তবে আপনার অবশ্যই ইন্টারভিউ নেওয়া হবে। এ বিষয়ে উল্লেখ্য যে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই বাংলা ভাষা ভালো ভাবে জানতে হবে।

গ্রাম পঞ্চায়েতে নিয়োগ, কীভাবে আবেদন? কী থাকছে কোশ্চেন প্যাটার্ন? জানুন বিস্তারিত

আবেদনের পদ্ধতি – মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাকে এই আবেদন পদ্ধতি পূরণ করতে হবে। যারা এই পদে আবেদন করতে চান তাদের নথিপত্র সহ নিজের ২ কপি পাসপোর্ট সাইজের ফটো সংস্থার ই মেইল আইডিতে মেল করবেন। এছাড়া সংস্থার হেডকোয়ার্টার এও পাঠাতে হবে যার ঠিকানা To The General ( HR&A) DPL Administrative Building Dr B Roy Aveneu Durgapur – ৭১৩২০১ Dist – West Bardhaman.

Leave a Comment