Recruitment – উচ্চ বেতনে রাজ্যের কলেজে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ।

সম্প্রতি কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে লাইব্রেরিয়ান পদে Recruitment এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির একটি খবর। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যেকোনো চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানতে হবে। তবে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে আবেদনের জন্য আপনাদের বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন।

WBCSC Librarian Recruitment

কারণ তাদের বিশেষ বিশেষ অনেক দায়িত্ব থাকে। যেমন লাইব্রেরীতে কোন কোন বই গুলি এভেইলেবল আছে তার নাম ইনপুট করা, ছাত্রছাত্রী দের বইয়ের সঠিন গাইডলাইন তৈরি করে দেওয়া, বইয়ের স্টক কম্পিউটারাইজড করা। আজকের প্রতিবেদনে মাধ্যমে দেখে নিন লাইব্রেরিয়ান পদে যুক্ত হলে আপনার মাসিক বেতন, বয়সসীমা, যোগ্যতা কি থাকতে হবে এবং কীভাবে আপনি আবেদন করবেন।

মাধ্যমিক পাশেই আবেদন করুন, লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ।

  • পদের নাম
  • বেতন ও বয়সসীমা
  • শিক্ষাগত যোগ্যতা
  • আবেদন পদ্ধতি

পদের নাম

The West Bengal College service Commission এর পক্ষ থেকে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে কর্মী Recruitment করা হবে। রাজ্জ্যের সরকারি কলেজ গুলিতের পোস্টিং দেওয়া হবে এমনকি আপনার নিজের জেলাতেও পোস্টিং হতে পারে।

post office recruitment - (ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ)

বেতন ও বয়সসীমা

লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে আবেদন করার জন্য আপনাকে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়া আপনি আবেদনের পর যদি এই পদে চাকরির সুযোগ পেয়ে যান তবে প্রতিমাসে পে লেভেল 10 অনুযায়ী 57700 টাকা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে নিযুক্ত হওয়ার জন্য আপনাকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে লাইব্রেরিয়ান সাইন্স বা ইনফরমেশন সাইন্স বিষয়ে। এই বিষয় গুলিতে প্রাপ্ত নম্বর থাকতে হবে 55 শতাংশ।

আবেদন পদ্ধতি

১) লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে নিযুক্ত হওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে।
২) প্রথমের আপনাকে যেতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in এ।
৩) তারপর সঠিক ভাবে আবেদনের ফর্মটি ফিল আপ করতে হবে।
৪) তার পরবর্তী পর্যায়ে আপনার সমস্ত ডকুমেন্টস সাইজ করে এই কপি ফটো সমেট আপলোড করে দিতে হবে।

জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। 35,000 শূন্যপদ, যোগ্যতা মাধ্যমিক পাশ।

তবে এই সমস্তই আপনাকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে হবে। 12 মার্চ থেকে শুরু করে 2024 এপ্রিল এর 20 তারিখ অব্দি আপনারা লাইব্রেরিয়ান পদে Recruitment এর জন্য লাস্ট এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে নিযুক্ত হওয়ার জন্য আপনাদের যদি আরও তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।

Leave a Comment