Reliance Internship 2024: রিলায়েন্স দিচ্ছে মাসে 15 হাজার টাকা আয়ের সুযোগ! আবেদন করতে দেখুন

Reliance Internship 2024 -এর বিরাট সুখবর। রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড 2024 সালে মার্কেটিং বিভাগে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ নিয়ে এসেছে। এই ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীদের জন্য প্রতি মাসে 15,000/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। যারা ভবিষ্যতে মার্কেটিং ক্ষেত্রটিতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

Reliance Internship 2024 – শূন্যপদের বিবরণ

রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেডের অধীনে একাধিক শূন্যপদে মার্কেটিং ইন্টার্ন নিয়োগ করা হবে। এই পদগুলোতে প্রার্থীদের মার্কেটিং কৌশল, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শিখতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য প্রার্থীকে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। পদ্ধতি গুলি একে একে দেখে নেয়া যাক।

  1. পূর্ণ দিবস ইন অফিস ট্রেনিং নিতে আগ্রহী হতে হবে।
  2. 30 অক্টোবর থেকে 4 ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
  3. প্রার্থীদের 3 মাসের জন্য ট্রেনিং প্রোগ্রামে সম্পূর্ণ সময় দিতে হবে।
  4. সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে।
  5. মহিলারা যারা তাদের ক্যারিয়ার পুনরায় শুরু করতে চান তারাও আবেদন করতে পারবেন।

বয়স সীমা

এই ইন্টার্নশিপের জন্য বয়স সীমা নির্দিষ্ট করা নেই, তবে যোগ্যতা এবং কাজের দক্ষতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। সুতরাং কাজের জন্য সকলেই আবেদন করতে পারবেন।

বেতন কাঠামো

ইন্টার্নশিপ চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে 15,000/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। ট্রেনিং শেষে প্রত্যেককে একটি সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে সাহায্য করবে।

নিয়োগ প্রক্রিয়া

এই ইন্টার্নশিপের জন্য কোন লিখিত পরীক্ষা নেই। আবেদনকারীদের প্রোফাইলের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে, এবং এরপর তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। রিলায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

বিনামূল্যে ট্রেনিং, সাথেই মাসে ভালো ইনকাম! এখুনি দেখুন

প্রয়োজনীয় ডকুমেন্ট

সমস্ত কাজের ক্ষেত্রেই বেশ কিছু কাগজ-পত্র দরকার হয়। ইন্টারভিউয়ের সময় নিম্নোক্ত ডকুমেন্টগুলি জমা দিতে হবে:

  • জন্মতারিখের প্রমাণপত্র (যেমন মাধ্যমিকের সার্টিফিকেট),
  • পাসপোর্ট সাইজের ছবি,
  • আধার কার্ড,
  • স্নাতক বা স্নাতকোত্তর সার্টিফিকেট,
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: 24 অক্টোবর, 2024.
  • আবেদন শেষের তারিখ: 29 নভেম্বর, 2024.

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আজকের প্রতিবেদনে দেওয়া Reliance Internship 2024 -এর এই ইন্টার্নশিপটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে। এটি তরুণ পেশাজীবীদের জন্য ক্যারিয়ারের দারুণ সুযোগ। এমন নতুন নতুন কাজের আপডেট পেতে দেখতে থাকুন কাজ কেরিয়ার।