Jio Recruitment – কম্পিউটার জানলেই জিও কম্পানিতে চাকরির সুযোগ। বেতন 40 হাজার, শূন্যপদ 15 হাজার।

চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের দুর্দান্ত সুখবর দিল রিলায়েন্স জিও কোম্পানি। চলতি বছরের শেষ পর্বে বিপুল শূন্যপদে Jio Recruitment বিজ্ঞপ্তি প্রকাশ করল এই সংস্থা। এই নিয়োগ কর্মসূচিতে কাজ পাবেন হাজার হাজার চাকরিপ্রার্থী। মোট শূন্যপদের সংখ্যা 15 হাজারেরও বেশি। তাই এতদিন ধরে যারা একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য একটা বিরাট উপহার হতে চলেছে এই নিয়োগ কর্মসূচি। এই নিয়োগে আবেদন জানাতে হলে আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্যগুলি জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

Reliance Jio Recruitment 2023

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • মোট শূন্যপদ
  • শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
  • মাসিক বেতন
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা
  • নিয়োগ প্রক্রিয়া

ভ্যাকেন্সি ডিটেলস

রিলায়েন্স জিও কেরিয়ার (Jio Career) সকল চাকরিপ্রার্থীদের দিল দারুণ সুযোগ। সম্প্রতি এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোম্পানির এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় 15 হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ কর্মসূচি চলবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, আসুন জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ

রিলায়েন্স Jio Recruitment এর তরফে জানানো হয়েছে, এই নিয়োগে
(A) ফ্রিল্যান্সার পদে চাকরি দেওয়া হবে মোট 7 হাজার জন কে।
(B) জিও স্মার্ট সেলস ট্রেনি পদে নিয়োগ করা হবে 7731 জন কে।
(C) সেলস অ্যাসোসিয়েট, বিজনেস অপারেশনস পদে চাকরি দেওয়া হবে 2500 জন কে।
(D) সেলস অ্যান্ড ডিসট্রিবিউশন পদে নিয়োগ করা হবে 843 জন প্রার্থীকে।
(E) কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে নিযুক্ত হবেন 500 জন।
(F) ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হবেন 241 জন।
(G) আর IT ডিপার্টমেন্টে নিযুক্ত হবেন মোট 70 জন প্রার্থী। সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা 15 হাজারের বেশি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

রিলায়েন্স Jio Recruitment এর প্রতিটি পদের আবেদন যোগ্যতা আলাদা আলাদা রেখেছে। যে প্রার্থী যে পদের জন্য আবেদন জানাতে চান, তাঁরা উক্ত পদের শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিফিকেশন থেকে চেক করে নিতে পারবেন। এই নিয়োগে প্রার্থীদের বয়স রাখা হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত।

মাসিক বেতন

এই Jio Recruitment প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের সকলের মাসিক বেতন শুরু হচ্ছে 13 হাজার থেকে যা সর্বোচ্চ 40 হাজার পর্যন্ত। যদিও পদ বিশেষে বেতন পরিবর্তন হতে পারে।

উচ্চমাধ্যমিক পাশে 5 টি নতুন সরকারি চাকরির সুযোগ! কারা কারা চাকরি পাবে?

আবেদন পদ্ধতি

এই Jio Recruitment এ অংশগ্রহণ করতে হলে আবেদনকারী প্রার্থীকে
(a) প্রথমে জিও কেরিয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(b) এরপর তাঁকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
(c) এরপর নিজের তথ্য পূরণ সম্পন্ন হলে আবেদন সাবমিট করে দিতে হবে।

Gram Panchayat Recruitment (গ্রাম পঞ্চায়েতে চাকরি)

আবেদনের সময়সীমা

আপাতত কোম্পানির তরফে অ্যাপ্লিকেশনের কোনো লাস্ট ডেট ধার্য করা হয়নি। বর্তমানে নিয়োগের আবেদন প্রক্রিয়া অনলাইনে চলছে। তাই যাঁরা আগ্রহী, তাঁরা দেরী না করে অতি সত্বর নিজেদের অ্যাপ্লিকেশন সাবমিট করবেন।

রাজ্যে শুরু হল শিক্ষক পদে নিয়োগ! যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন।

নিয়োগ প্রক্রিয়া

মূলত দুই ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অনলাইনে আবেদনের পর প্রার্থীদের একটি পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাতে যারা পাশ করবেন তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে যাঁরা সিলেক্ট হবেন, তাঁরা উল্লিখিত পদের জন্য নিয়োগ পাবেন।

Leave a Comment