জীবনে চলার পথে ঋণ (Loan) নেওয়ার দরকার পরে, এর মধ্যে Personal Loan বা ব্যাক্তিগত লোন অন্যতম। কারণ এখন প্রত্যেক মানুষেরই নিজেদের জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন এই কারণের জন্যই আমাদের অনেক সময় এককালীন বেশি অঙ্কের কিছু টাকার প্রয়োজন হয়। আর চাকরি বা ব্যবসা করার মাধ্যমে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে না, এই কারণের জন্যই আমরা ঋণ নেওয়ার জন্য ব্যাংকের দারস্থ হই। বিভিন্ন রকমের ঋণ যেমন – বন্ধকী, ব্যাক্তিগত (Personal Loan), বাণিজ্যিক (Business Loan), বাড়ি (Home Loan) এই সকল প্রকারের ঋণ পাওয়া যায়।
Personal Loan Apply Right Method.
আজকে আমরা এই প্রতিবেদনে Personal Loan সম্পর্কে আলোচনা করব। এই ঋণ আমরা প্রত্যেক মানুষেরাই পেতে পারি, কিন্তু এর জন্য প্রত্যেককে চাকরি বা নিজস্ব ব্যবসা করা বাধ্যতামূলক হবে। বিনা কোন আয়ের প্রমাণ না দেখাতে পারলে আপনারা এই ধরণের ঋণ পাবেন না। হ্যাঁ কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বাড়ির অন্য কারোর স্থায়ী আয় থাকলে আপনারা এই আবেদন করতে পারবেন।
Personal Loan নেওয়ার আগে কিছু বিষয় জেনে নিন
১) ক্রেডিট স্কোর (Credit Score)
যে কোন ধরণের ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাদের এই ক্রেডিট স্কোর ভালো থাকা অতি আবশ্যক। কারণ এই স্কোরের মাধ্যমেই সকল ব্যাংক আপনার আর্থিক পরিচয় জানতে পারে। সহজ ভাষায় বললে ৩০০ থেকে ৯০০ এর মধ্যে হতে হবে তাহলে আপনারা সহজেই ঋণ পেয়ে যাবেন। ব্যাক্তিগত ঋণের ক্ষেত্রে এই স্কোর ৭৫০ এর বেশী হলে ভালো হয়।
২) ঋণ পরিশোধ (EMI)
আপনাদের উচিত আগে কোন ঋণ নেওয়া থাকলে সেই ঋণ সময়ের মধ্যে পরিশোধ করা, এই কাজটি না করা হলে আপনার সিভিল স্কোর (Civil Score) বা ক্রেডিট স্কোর খারাপ হবে এবং এই স্কোর মাইনাসেও চলে যেতে পারে। আর একবার যদি এই স্কোর মাইনাসে চলে যায় তাহলে আর আপনি ঋণ পাবেন না, এই কথাটি নিশ্চিত।
৩) সঠিক আবেদন
অনেক সময় আমরা একটি আবেদনে ভরসা না পেয়ে অনেক গুলি ঋণের (Loan Apply) জন্য আবেদন করে ফেলি। কিন্তু এই কাজটি একদমই ঠিক নয়, কারণ সব সময় আবেদনের ক্ষেত্রে আমাদের প্যান কার্ড (PAN Card) এর সকল তথ্য দিতে হয়। আর একাধিক জায়গায় আপনার ঋণ আপ্রুভ হলে এইটা খুব একটা ভালো চোখে দেখা হয়না।
PM Relief Fund – প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল সম্পর্কে এমন কিছু তথ্য যা অনেকেরই অজানা।