ভারতীয় রেল দপ্তরের তরফ থেকে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ন (RRB Recruitment). কিছুদিন আগে রাজ্যের জেলা আদালতের পক্ষ থেকে স্টেনোগ্রাফার পদের জন্য কর্মীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। এখন ভারতীয় রেল দপ্তরের পক্ষ থেকে জুনিয়র থেকে স্টেনোগ্রাফার পদে কর্মীদের নিয়োগ করা হবে।
RRB Recruitment Junior Stenographer Post
আগে স্টেনোগ্রাফি ব্যাপারটা অনেকে না বুঝলেও এখন বহু মানুষ স্টেনোগ্রাফি শিকছে এবং সেটাকে নিজের প্রফেশন হিসাবেও বেছে নিচ্ছে। ভারতে স্টেনোগ্রাফার এর চাহিদাও বেড়েছে। স্টেনোগ্রাফিতে কম্পিউটার ফাইলের মাধ্যমে তথ্য গোপন করে রাখা হয়। ডিজিটাল স্টেগ্যানোগ্রাফিতে, ইলেকট্রনিক যোগাযোগের মধ্যে একটি ট্রান্সপোর্ট লেয়ারের ভিতরে স্টেগানোগ্রাফিক কোডিং অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।
নারী ও পুরুষ উভয় জাতিই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। ভারতীয় রেল আমরা সকলে জানি ভারত সরকারের অধিনে সুতরাং এখানে নির্বাচনের মাধ্যমে কাজের সুযোগ পেলে আপনারা কেন্দ্রীয় সরকারের অধীনেই কাজ করবেন। ভারতের বাসিন্দা যেকোনো প্রার্থী ভারতবর্ষের যেকোনো স্থান থেকে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
অতিগুরুত্বপূর্ণ এই কাজের নিয়োগ খুব শীঘ্রই করা হবে তবে আবেদনের শেষ তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হইনি (RRB Recruitment). আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন পদের নাম সহ যাবতীয় ডিটেলস।
- পদের নাম
- যোগ্যতা
- বয়স ও বেতন
- নিয়োগ পদ্ধতি
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশানে DEO, MTS পদে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি।
পদের নাম
নিয়োগকারী সংস্থার নাম হল ভারতীয় রেল দপ্তর (RRB Recruitment). ভারতীয় রেল দপ্তরের তরফ থেকে জুনিয়ার স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। তবে শূন্যপদ কতগুলি রয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য প্রকাশ করা হইনি। এই সম্পর্কে গভীরে জানতে হবে আপনাকে রেলের অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে।
যোগ্যতা
সরকারের অরফ থেকে যে নিয়োগ গুলি করা হয় তার বেশিভাগ নিয়োগই থাকে নূন্যতম একাডেমিক যোগ্যতার ওপর ভিত্তি করে। এখানেওই এর ব্যাতিক্রম কিছু হইনি। স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই তারা আবেদন জানাতে পারবেন। এছাড়া তাদের প্রতি মিনিটে ৮০ টি ইংরেজি শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে।
বয়স ও বেতন
বয়সের ক্ষেত্রে 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়সের মধ্যবর্তী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ভারতীয় রেলে বেতন কাঠামো বেশ উচ্চমানেরই রাখা হয়। সেক্ষেত্রে এই জুনিয়র স্টেনোগ্রাফার পদে কাজের জন্য আপনি বেতন কমিশন ৪ অনুযায়ী সবচেয়ে নূন্যতম ২৫,৫০০ টাকা এবং সর্বচ্চব ৮১,১০০ টাকা পেতে পারেন।
মোটা টাকা পাবেন স্টেট ব্যাংক গ্রাহকরা। কোন গ্যারান্টির দরকার নেই!
নিয়োগ পদ্ধতি
সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। তিনটি স্টেপে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রথমটি হল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দ্বিতীয়টি হল স্টেনোর ওপর পরীক্ষা শেষেরটি হল ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিক্যাল ফিটনেসের ওপর বেস করে পরীক্ষা। সুতরাং ইচ্ছুক প্রার্থীরা খুব শীঘ্রই পদটির জন্য আবেদন জানান। রেলের অফিশিয়াল ওয়েবসাইটটি হল Rrcb.gov.in.