পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের বা Rupashree Prakalpa Recruitment অধীনে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষ কর্মী নিয়োগ করে সামাজিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, এবং কম্পিউটার দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
Rupashree Prakalpa Recruitment
Govt Job Vacancy
রূপশ্রী প্রকল্পের বা Rupashree Prakalpa অধীনে দুটি মূল পদের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রথম পদ হলো ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে মোট ৩টি শূন্যপদ রয়েছে। দ্বিতীয় পদ হলো অ্যাকাউন্টেন্ট, যেখানে ১টি শূন্যপদে নিয়োগ করা হবে। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে ইছুক হয়ে থাকেন তা হলে আর দেরি না করে এখুনি দেখেনিন আবেদন পদ্ধতি নিচে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
১. ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া এবং মাইক্রোসফট অফিসের বিভিন্ন সফটওয়্যারে দক্ষতা থাকা। টাইপিংয়ের ক্ষেত্রে ন্যূনতম ৩০ শব্দ প্রতি মিনিট গতিতে টাইপ করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. অ্যাকাউন্টেন্ট , এই পদের জন্য প্রার্থীদের অবশ্যই কমার্স বিভাগে স্নাতক পাশ করতে হবে। এছাড়া, মাইক্রোসফট অফিস, স্প্রেডশিট এবং ট্যালি সফটওয়্যারে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
বয়সসীমা ও বেতন
উভয় পদের জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন ১১,০০০ টাকা ধার্য করা হয়েছে। আর অ্যাকাউন্টেন্ট পদে প্রার্থীদের মাসিক বেতন হবে ১৫,০০০ টাকা।
রূপশ্রী প্রকল্পে নিয়োগের আবেদন পদ্ধতি
১. এই পদগুলির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
২. আবেদনপত্রটি প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত ফর্ম থেকে সংগ্রহ করতে পারবেন।
৩. আবেদনপত্রটি ডাউনলোড করে তা প্রিন্ট করে নিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে এবং
৪. প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংযুক্ত করতে হবে। তারপর পূর্ণাঙ্গ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো:
Sub Divisional Officer, District Project Management Unit (Rupashree Prakalpa), Siliguri Sub-Division, Darjeeling।
রেলে তরফ থেকে টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ! মাধ্যমিক পাশে
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনপত্রের সাথে যে যে নথিপত্র জমা দিতে হবে সেগুলি হলো
– জন্মসনদ বা বয়সের প্রমাণপত্র,
– শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র,
– ঠিকানার প্রমাণপত্র,
– কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট এবং
– সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি।
নিয়োগ প্রক্রিয়া ও আবেদন জমা দেওয়ার শেষ তারিখ
নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ৪০ নম্বরের লিখিত পরীক্ষা, ৫০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
অ্যাকাউন্টেন্ট পদের জন্য ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই শূন্যপদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ হলো ৩০ সেপ্টেম্বর ২০২৪। সময়মতো আবেদনপত্র জমা না দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।