SBI Debit Card – SBI এর ডেবিট কার্ডের চার্জে আমুল পরিবর্তন। এবার থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ।

দেশের সর্ববৃহৎ সরকারী বাঙ্কেও এবার ডেবিট কার্ডের চার্জের পরিমাণ বাড়ানো হল (SBI Debit Card). স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে এমন বিজ্ঞপ্তিই প্রকাশ করা হয়েছে। সম্প্রতি এমন বিজ্ঞপ্তি প্রকাশের ফলে মধ্যবিত্তদের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরতে দেখা যাচ্ছে। এই মূল্যবৃদ্ধির বাজারে SBI Debit Card এর জন্যও এবার থেকে অতিরিক্ত চার্জ পেমেন্ট করতে হবে তাদের। চার্জ বাড়ার জন্য প্রায় 44 কোটি মানুষকে এক্সট্রা পেমেন্ট করতে হবে।

SBI Debit Card Charges Increase

কয়েকটি ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের জন্য এই চার্জ বাড়ানো হচ্ছে (SBI Debit Card). ডেবিট কার্ডের বিভিন্ন ভাগ আছে যেমন সিলভার ডেবিট কার্ড, গোল্ডেন ডেবিট কার্ড, প্ল্যাটিনাম ডেবিট কার্ড, গ্লোবাল ডেবিট কার্ড, কনট্যাক্টলেস ডেবিট কার্ড, যুবা ডেবিট কার্ড, প্রাইড ডেবিট কার্ড, প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড।

বাতিল হবে কি খাদ্যদপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা? পরীক্ষার্থীদের চিন্তার অবসান।

এই কার্ডগুলির রক্ষনাবেক্ষনের জন্য চার্জ বাড়ানো হয়েছে। এই চার্জের পরিমাণ 75 টাকা করে বাড়ানো হয়েছে। আমরা সকলেই জানি কার্ডের পেমেন্ট বার্ষিক হিসাবে করতে হয় সুতরাং এখানে কোনো কার্ডের পেমেন্ট মাসিক হিসাবে করতে হবেনা।

তবে অনেকেই মনে করেন SBI Debit Card ও ATM কার্ড একই। তাহলে আপনাদের জানিয়ে দিয়ে এটি সম্পূর্ণ ভুল ধারনা। যারা ATM কার্ড ব্যবহার করছেন তারা শুধু মাত্র ATM ম্যাসিনেই তা ব্যবহার করতে পারবেন। এটি একটি পিন ভিত্তিক কার্ড। আর ডেবিট কার্ডের মাধম্যে আপনি শপিং মল, রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় লেনদেন করতে পারবেন।

Indian currency - (ভারতীয় মুদ্রা)

ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1 লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। নীচে প্রত্যেকটা কার্ডের বর্তমান চার্জ ও ভবিস্যতে তা কত তার তালিকা প্রস্তুত করা হল। এছাড়া আপনারা চাইলে স্টেট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে চার্জগুলি দেখে নিতে পারেন।  sbi.co.in হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট।

ক্লাসিক ডেবিট কার্ড, সিলভার ডেবিট কার্ড, গ্লোবাল ও কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের চার্জ ছিল 125 টাকা + GST চার্জ নিয়ে। এখন জেটা হয়েছে 200 টাকা + GST। গোল্ড ডেবিট কার্ড, মাই ডেবিট কার্ড, যুবা ডেবিট কার্ড ও কম্ব ডেবিট কার্ডের জন্য 175 টাকা করে দিতে হত যা এখন 250 টাকা করে দিতে হবে।

স্টেট ব্যাংকে 31st মার্চের মধ্যে বিনিয়োগ করলেই পাবেন অতিরিক্ত লাভযুক্ত রিটার্ন।

প্রাইড  ডেবিট কার্ড,  প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড এর জন্য 350 + GST পেমেন্ট করতে হত যা 1 লা এপ্রিলের পর থেকে করতে হবে 425 + GST টাকা। প্লাটিনাম ডেবিট কার্ডের জন্য চার্জ লাগত 250 + GST যা এখন দিতে হবে 325 + GST টাকা।

Leave a Comment