আমরা জীবনে কখনো না কখনো ঋণ (Loan) নিয়ে থাকি আর এই ঋণ পুনরুদ্ধার (Loan Recovery) করা হয় ব্যাংক এর তরফে থেকে। এখন প্রত্যেক মানুষেরই নিজেদের জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন এই কারণের জন্যই আমাদের অনেক সময় এককালীন বেশি অঙ্কের কিছু টাকার প্রয়োজন হয়। আর চাকরি বা ব্যবসা করার মাধ্যমে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে না, এই কারণের জন্যই আমরা ঋণ নেওয়ার জন্য ব্যাংকের দারস্থ হই। বিভিন্ন রকমের ঋণ যেমন – বন্ধকী (Mortgage Loan) ব্যাক্তিগত (Personal Loan), বাণিজ্যিক (Business Loan), বাড়ি (Home Loan) এই সকল প্রকারের ঋণ পাওয়া যায়।
Loan Recovery Banking Process In India.
এককালীন বেশ কয়েক দিনের জন্য ব্যাংকের তরফে সকলকে ঋণ দেওয়া হয় ও সকলকে প্রতিমাসে EMI (Equated Monthly Installment) এর মাধ্যমে প্রতিমাসে সকলকে এই ঋণ চোকাতে হয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা অর্থের অভাবের জন্যই এই ঋণ নিয়ে থাকি এবং অনেক সময় দেখা যায় আমাদের কিছু কারণের জন্য সঠিক তারিখে বা মাসে আমরা নিজেদের বকেয়া ঋণ (Loan Recovery) মেটাতে সক্ষম হইনা।
Loan Recovery তে দেরি হলে ব্যাংকের তরফে কি ব্যবস্থা নেওয়া হবে
- ১) প্রত্যেক ব্যাংকের তরফে আপনাদের জানিয়ে দেওয়া হবে ঋণ নেওয়ার সময় যে মাসের কোন তারিখের মধ্যে এই কিস্তি জমা দিতে হবে।
- ২) সময় মতো ঋণ পরিশোধ (Loan Recovery) না করা হলে ব্যাংকের তরফে প্রথমে মেসেজ ও ফোন করে জানানো হয়।
- ৩) এরপরেও কেউ টাকা না দিলে তার বাড়িতে ব্যাংকের তরফে লোক পাঠানো হয়।
- ৪) এরপরেও টাকা না দিলে (Loan Recovery) রিকভারি এজেন্ট পাঠানো হয়।
- ৫) এই সকল এজেন্টদের নামে অভিযোগ আছে যে তারা বাড়িতে এসে হুজ্জুতি পর্যন্ত করে থাকেন!!!
আপনি সময় মতো ঋণ (Loan Recovery) না দিতে পারলে আপনার কি করনীয়
১) ব্যাংকের তরফে আপনার কাছ থেকে এই ঋণ নেওয়ার পুরো অধিকার আছে এইটা জেনে নিন।
২) কিন্তু RBI এর জানানো কিছু নিয়মের মধ্যে থেকে সকল ব্যাংককে এই সিদ্ধান্ত নিতে হয়।
৩) সকাল ৭ টা থেকে রাত ৭ টা পর্যন্ত ব্যাংকের তরফে আপনাকে ফোন ও বাড়িতে লোক পাঠানোর অধিকার আছে।
৪) ব্যাংকের কোন কর্মী ও রিকভারি এজেন্ট এর তরফে আপনার সাথে খারাপ ব্যবহার করা হলে আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
Highest Paying Jobs – 1 লক্ষ টাকা মাইনের চাকরি করতে চান? কিভাবে আবেদন করবেন জেনে নিন।