SBI Recruitment 2023 – স্টেট ব্যাঙ্কে 20 হাজার টাকা বেতনসহ 8 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ।

চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য বিরাট খুশির খবর। যে সমস্ত প্রার্থীরা এতদিন ব্যাঙ্কে চাকরির (SBI Recruitment 2023) সুযোগ খুঁজছিলেন তাঁরা এবার নতুন নিয়োগ কর্মসূচিতে যোগদান করতে পারবেন। সম্প্রতি বিপুল শূন্যপদে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। বিজ্ঞপ্তিতে SBI জানিয়েছে, প্রায় 8 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে তাঁরা। কোন পদে আবেদন নেওয়া হবে? আবেদনের যোগ্যতা কী? কারা আবেদন করতে পারবেন? কবে পর্যন্ত আবেদন নেওয়া হবে? তা বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন আজকের এই প্রতিবেদন।

SBI Recruitment 2023 Apply Online

এসবিআই (SBI Recruitment 2023)-এর নয়া নিয়োগ প্রক্রিয়ায় মূলত ক্লার্ক পদে চাকরি দেওয়া হবে প্রার্থীদের। পদের নাম জুনিয়র অ্যাসোসিয়েটস (ক্লার্ক)। উক্ত পদে আট হাজারেরও বেশি প্রার্থী নিয়োগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

মোট শূন্যপদঃ
রাখা হয়েছে 8283 টি। এর মধ্যে সংরক্ষিত ও অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য শূন্যপদের আসন আলাদা রাখা হয়েছে। এর মধ্যে সাধারণ বিভাগের জন্য রাখা হয়েছে 3525 টি পদ, OBC দের জন্য রাখা হয়েছে 1919 টি পদ, EWS দের জন্য রাখা হয়েছে 817 টি পদ, এছাড়াও, SC কোটার প্রার্থীদের জন্য রয়েছে 1248 টি পদ, ও ST
কোটার প্রার্থীদের জন্য রয়েছে 748 টি শূন্যপদ।

বেতনঃ
SBI Recruitment 2023 এ ক্লার্ক পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা প্রতি মাসে 19900/- টাকা করে বেতন পাবেন। তবে পরবর্তীতে এই বেতন বাড়তে পারে।

আবেদন যোগ্যতাঃ
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে বেশ কিছু যোগ্যতা থাকতে হবে প্রার্থীদের। যেমন-
১) প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ / গ্র্যাজুয়েট হতে হবে। ২) আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। আবেদন জানানোর সময় যোগ্যতার মাপকাঠি অবশ্যই খেয়াল রাখবেন।

আবেদন পদ্ধতিঃ
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক পদে আবেদন জানাতে চান, তাঁরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। কারণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইন মারফত। কিভাবে আবেদন করবেন,
ধাপে ধাপে দেখে নিন।

১) প্রথম ধাপঃ চাকরিপ্রার্থীদের প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) দ্বিতীয় ধাপঃ দ্বিতীয় ধাপে প্রার্থীদের অনলাইন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

মাধ্যমিক পাশে কলকাতা মেট্রোয় চাকরির সুযোগ। প্রতিমাসে মিলবে স্টাইপেন্ড।

৩) তৃতীয় ধাপঃ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরের ধাপে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় ইনফরমেশনগুলি দেবেন।
ও খেয়াল রাখবেন যাতে ভুল, ত্রুটি না হয়।
৪) চতুর্থ ধাপঃ অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি তার সঙ্গে জমা দেবেন। জমা দিতে হবে ফটো ও সিগনেচার।

Post Office Recruitment (পোস্ট অফিসে চাকরি)

৫) পঞ্চম ধাপঃ এরপর অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে আবেদনপত্রটি সাবমিট করবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে, GEN, OBC, EWS বিভাগের প্রার্থীদের মোট 750 টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST-সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।
৬) ষষ্ঠ ধাপঃ অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর তার একটি কপি অবশ্যই নিজের কাছে রাখবেন।

১১ হাজার ৫০০ টি শূন্যপদ থাকার সত্ত্বেও কেন স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট?

আবেদনের সময়সীমাঃ
SBI Recruitment 2023 এর আগ্রহী প্রার্থীরা অবশ্যই খেয়াল রাখবেন, আগামী 10 th ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। তাই উক্ত তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এছাড়া, এ বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন এসবিআইয়ের(SBI) অফিসিয়াল ওয়েবসাইটে।

Leave a Comment