সম্প্রতি একটি স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (School Recruitment). সূর্যের রোদ ঝলমলে প্রভাতের মতো আপনাদের ভবিষ্যৎ টাও সুন্দর এবং উজ্জ্বল করতে আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা এই কর্মী নিয়োগের সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। এখানে নারী বা পুরুষ যেকোনো প্রার্থীই আবেদন জানাতে পারবেন। তবে সমস্ত পোস্টে চাকরিই এখানে চুক্তির ভিত্তিতে করা হবে।
School Recruitment Teaching non-Teaching Staff
এক নয় একের অধীক পদের জন্য শূন্য পদ রয়েছে (School Recruitment). নূন্যতম অষ্টম শ্রেণী পাশের ভিত্তিতেই আপনারা আবেদন জানাতে পারবেন। সুতরাং আজকের আর্টিকেলের মাধ্যমে তবে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন পদে কত সংখ্যায় কর্মীদের নিয়োগ করা হবে সাথে বিভিন্ন পদের জন্য যোগ্যতা ও বয়সসীমা।
- পদের নাম
- যোগ্যতা
- বয়স ও বেতন
- আবেদন পদ্ধতি
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে SSC র মাধ্যমে কর্মী নিয়োগ, থাকছে বয়সের বিশেষ ছাড়।
পদের নাম
এখানে মোট চারটি পদের জন্য শূন্য পদ রয়েছে (School Recruitment). পদগুলি হল প্রিন্সিপ্যাল পদ, দ্বিতীয়টি টিচার পদ, তৃতীয়টি হল মাল্টিটাস্কিং বা পিয়ন পদ এবং শেষ পদটি হল কেয়ারটেকার বা আয়ার পদ। প্রিন্সিপাল ও মাল্টিটাস্কিং বা পিয়ন পদের জন্য শূন্যপদ রয়েছে একটি করে। টিচার ও কেয়ারটেকার বা আয়ার পদের জন্য শূন্যপদ রয়েছে সাতটি করে। মোট শূন্যপদের সংখ্যা 14 টি।
যোগ্যতা
প্রিন্সিপ্যাল পদে আবেদনের জন্য অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে বা তার থেকে উচ্চতর একাডেমিক শিক্ষাও থাকতে পারে। সাথে B.ED ডিগ্রি অথবা NTT ম্যান্ডেটরি। এছাড়া কোনো স্বীকৃত স্কুল থেকে কমপক্ষ্যে 5 বছরের হেডমিসট্রেস অথবা কোঅরডিনেটর অথবা সুপারভাইসর পদে কর্মরত থাকতে হবে এবং সবথেকে জরুরি বিষয় এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন।
টিচার পদে আবেদনের জন্য আপনাদের CBSC / ICSC / NIOS বোর্ড থেকে XII এ মিনিমান 50% মারক্স নিয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া কোনো স্বীকৃত ইন্সটিটিউশান থেকে নার্সারি টিচার ট্রেনিং কোর্স অথবা দুবছরের এলিমিনিটরি এডুকেশনের অপর ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। টিচিং প্রফেশনে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু 10 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত নন এমন কোনো মহিলা আবেদন জানাতে পারবেন না।
মাল্টিটাস্কিং বা পিয়ন এবং কেয়ারটেকার বা আয়ার পদে কাজের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং শুধু মাত্র পুরুষ প্রার্থীই এই পদের জন্য আবেদন যোগ্য (School Recruitment).
বয়স ও বেতন
প্রিন্সিপ্যাল পদের জন্য বয়স হতে হবে 55 বছরের নীচে, যা টিচার পদের জন্য 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বাকি দুটি পদের জন্য বয়সের কোনো নির্দিষ্ট বয়সসীমা বলা হইনি। বেতন ইন্টার্ভিউয়ের মাধ্যমে ঠিক করা হবে।
রাজ্যে আবারও নতুন ছুটির ঘোষণা করলো নবান্ন! পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকবে।
আবেদন পদ্ধতি
বেঙ্গল টাইগার আর প্রী স্কুলের তরফ থেকে এই নিয়োগ করা হচ্ছে। ইন্টার্ভিউয়ের মাধ্যমে কর্মীদের নির্বাচন করা হবে। তার আগে তাদের সমস্ত তথ্য ই-মেল করতে হবে। যেমন সিভি, এক্সপিরিএন্স সার্টিফিকেট, একাডেমিক কোওয়ালিফিকেশন, সাথে পাসপোর্ট সাইজ ফটো। 100 টাকা লাগবে আবেদন ফী। 25 শে এপ্রিলের মধ্যে সকলকে আবেদন সম্পূর্ণ করতে হবে।