School Rule – শিক্ষকদের জন্য নতুন নিয়ম, না মানলে নেওয়া হবে কড়া পদক্ষেপ।

স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্লাসে ফোন ব্যবহার নিয়ে এবার জারি করা হলো বিশেষ নিষেধাজ্ঞা (School Rule). রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে এবার এমনিই নোটিশ দেওয়া হলো। শিক্ষার মানতো দিন দিন কমেই চলেছে এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনার ক্ষেত্রে যে সমীকরণ হওয়া উচিত না দুর্ভাগ্যবসত এখন লক্ষ করা যায়না।

New School Rule for Teachers

প্রত্যেকেই এখন টেকনোলজির যুগে স্মার্ট ফোনের সাথে অ্যাডিক্টেড। প্রায়সই শোনা যায় ছাত্র ছাত্রীরা ক্লাসে ফোন নিয়ে ঢোকে। যার ফলে তাদের পড়াশোনায় মনঃসংযোগ করতে ভীষণ সমস্যা হয়। শুধু ছাত্র ছাত্রী না তাদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও ক্লাসে ফোন নিয়ে ঢোকেন।

পশ্চিমবঙ্গে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ।

ক্লাস চলাকালীন হঠাৎ করে তাদের ফোন বেজে উঠলে তারা সেই ফোন অ্যাটেন্ডও করেন। অনেক সময় শোনা যায় শিক্ষরা স্টুডেন্টদের ক্লাস না করিয়ে ফোন ঘাটেন বা স্টুডেন্টদের কোনো টাস্ক করতে দিয়ে ফোন ঘাটেন। অভিভাবকদের তরফ থেকে এমন অভিযোগ প্রায়সইই শোনা যায়।

এর ফলে আগের দিনগুলিতে স্টুডেন্টরা যেমন নিজেরদের শিক্ষা প্রতিস্থানের ওপর বেশি নির্ভরশীল ছিল এখন ধীরে ধীরে সেই সংখ্যাও কমে গেছে। ফলত এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে একাধিক বার শতর্কবার্তা জারি করা হলেও তেমন গ্রাহ্য করেনি কোনো শিক্ষামহল (School Rule).

h.s exam - (উচ্চমাধ্যমিক পরীক্ষা)

তবে এবার বিচারপতি বসুর সারপ্রাইজ ভিজিটের ফলে বেশ কিছুটা নড়ে বসলো শিক্ষা দপ্তর। সমাজের যারা মানদণ্ড, যারা সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবে তাদের এমন গাফিলতি বরদাস্ত করবেনা শিক্ষা দপ্তর। কোনো স্টুডেন্ট বা তাদের অভিভাবক যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন তবে তার সততা যাচাই করে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে (School Rule).

এছাড়া শিক্ষক শিক্ষিকাদের হঠাৎ করে ছুটি বা এক্সট্রা কোনো ছুটির বিষয়েও যথেষ্ট কড়াকরি ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকার মোট সংখ্যার ওপর নির্ভর করবে ওই বিদ্যালয়ে একই দিনে কতজন শিক্ষক-শিক্ষিকা একসাথে ছুটি নিয়ে পারবেন। অর্থাৎ স্টুডেন্টদের ক্ষতি করে বা ক্লাস মিস করে ছুটি নেওয়া চলবেনা।

স্কুলের ক্লাসের সময় পরিবর্তন, এবার নাজেহাল হবেন শিক্ষক ও অভিভাবকেরা, জানুন

এই কড়া পদক্ষেপের ফলে আশা করা যাচ্ছে অবস্থা অনেকাংশেই আয়ত্তের মধ্যে আনা সম্ভব হবে। ছাত্র ছাত্রীদের স্কুলে ফোন আনায় নিষেধাজ্ঞা সাথে শিক্ষক শিক্ষিকাদের ক্লাসে ফোন আনা নিষেধ করায় দুই পক্ষের তাদের কাজের প্রতি মনবৃদ্ধি হবে।  

Leave a Comment