SJVN Recruitment – প্রতিমাসে স্টাইপেন্ড সহ জলবিদ্যুৎ নিগমে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ।

সম্প্রতি SJVN Recruitment শুরু হয়েছে। চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য সুখবর। সম্প্রতি একগুচ্ছ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জলবিদ্যুৎ নিগম। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সতলুজ জলবিদ্যুৎ নিগম (SJVN Recruitment) এর তরফে। নতুন বছরের শুরুতেই নিয়োগ দেওয়া হবে চাকরি প্রার্থীদের। এই নিয়োগে অংশ নেবেন কিভাবে? আসুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের মাধ্যমে।

SJVN Recruitment 2023 Vacancy Details Apply Online

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • আবেদন যোগ্যতা
  • আবেদনের সময়সীমা
  • আবেদন পদ্ধতি

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি সতলুজ জলবিদ্যুৎ নিগম তথা SJVN Recruitment এর তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, মূলত অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। নিয়োগে অংশ নিতে পারবেন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও আইআইটি অ্যাপ্রেন্টিসরা। তবে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদন যোগ্যতা রাখা হয়েছে। প্রতিটি পদের বেতনও আলাদা। প্রার্থীরা আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন এ বিষয়ে।

আবেদন যোগ্যতা

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ
যে সকল আগ্রহী প্রার্থীরা SJVN লিমিটেডের (SJVN Recruitment) চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন জানাতে চান, তাঁদের এই ক্ষেত্রে ডিগ্রি পাশের যোগ্যতা থাকতে হবে। এই ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 175 টি। যাঁরা এখানে যোগ্য বলে বিবেচিত নিযুক্ত হবেন তাঁরা প্রতিমাসে 10 হাজার টাকা স্টাইপেন্ড পাবেন।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসঃ
যে সকল আগ্রহী প্রার্থীরা SJVN লিমিটেডের চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন জানাতে চান, তাঁদের কোনো স্বীকৃত সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাশের যোগ্যতা থাকতে হবে। এই ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 100 টি।যাঁরা এখানে যোগ্য বলে বিবেচিত হবেন ত নিযুক্ত হবেন তাঁরা প্রতিমাসে 8 হাজার টাকা স্টাইপেন্ড পাবেন।

হাতে আর মাত্র 3 দিন! এখনি আবেদন করুন। সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি।

টেকনিশিয়ান (আইআইটি) অ্যাপ্রেন্টিসঃ
যে সকল আগ্রহী প্রার্থীরা SJVN লিমিটেডের চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন জানাতে চান, তাঁদের কোনো স্বীকৃত সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইআইটি পাশের যোগ্যতা থাকতে হবে। এই ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 125 টি।যাঁরা এখানে যোগ্য বলে বিবেচিত হবেন ত নিযুক্ত হবেন তাঁরা প্রতিমাসে 7 হাজার টাকা স্টাইপেন্ড পাবেন।

Agniveer Recruitment (অগ্নিবীরে চাকরির সুযোগ)

আবেদনের সময়সীমা

এই SJVN Recruitment প্রক্রিয়ায় আবেদন জানাতে হলে প্রার্থীরা 7th জানুয়ারি 2024 এর মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। কারণ আবেদন জানানোর লাস্ট ডেট ওই দিন।

রাজ্যে শুরু হল শিক্ষক পদে নিয়োগ! যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন।

আবেদন পদ্ধতি

এই নিয়োগে আবেদন জানাতে হলে আগ্রহীদের অনলাইনে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আবেদন জানানো যাবে অফিসিয়াল সাইট মারফত। ওয়েবসাইটটি হল (sjvn.nic.in)। ফর্ম সাবমিট করার পর কাগজটি প্রিন্ট আউট করে নিজেদের সঙ্গে রাখবেন। এছাড়া আগ্রহীরা এ বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment