আমরা সকলেই নিজেদের জীবনে কিছু বেশী টাকা উপার্জন করতে চাই এই জন্য আমরা Small Business Ideas বা ব্যবসা করার কথা চিন্তা করি। কিন্তু ব্যবসা করা যতটা সোজা মনে হয় ততটা সোজা নয়, হ্যাঁ আমরা সকলেই এই কথাটি জানি যে জীবনে কোন কাজই সোজা হয়না সব কাজকে সোজা বানাতে হয়। ব্যবসার কটা শুনলেই আমাদের মাথায় আসে টাকা বিনিয়োগ করতে হবে এবং কোন এদিক ওদিক হলে নিজেদের লস হবে। কিন্তু জীবনে সব জিনিসই কম থেকে শুরু করতে হয়।
Small Business Ideas For Everyone.
সেই কারণের জন্য আমরা আজকের এই প্রতিবেদনে এমন কয়েকটা ব্যবসা (Small Business Ideas) সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো যে আপনারা কিভাবে এই কাজ শুরু করবেন, কতো টাকা মূলধন লাগবে, কি কি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা করার মাধ্যমে আপনারা একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে আর কোন ধরণের চিন্তা করতে হবে না। আমরা আমাদের আশেপাশে এমন অনেক মানুষ দেখেছি যারা ব্যবসা করার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়ে উঠেছে। অল্প খরচের মধ্যে কিছু ব্যবসা সম্পর্কে জেনে নেব।
Small Business Ideas সম্পর্কে কিছু তথ্য
১) ফাস্ট ফুডের ব্যবসা
এখন আর বেশিরভাগ মানুষের খাওয়ার বানিয়ে খাওয়ার মতো সময় নেই বললেই চলে। আর পুজোর সময় সারা দিন ঘোরা ফেরা করে কি আর বাড়িতে এসে রান্না করে খেতে ইচ্ছে করে? না একদমই না, এই জন্য আমরা সকলেই বাইরে থেকে বিরিয়ানি (Biryani), এগ রোল (Egg Roll), চাউমিন (Chowmin), পিজ্জা (Pizza), বার্গার (Burger) এছাড়াও আরও অনেক জিনিস খেয়ে থাকি। এর মধ্যে যে কোন একটি জিনিসের ব্যবসা (Business) করলে আপনাদের ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
২) শিক্ষকতা
অনেকে মনে করেন যে শিক্ষকতা মানে সরকারি চাকরি কিন্তু এমনটা নয়। আপনারা চাইলে নিজের বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কেই বিষয়ে আপনারা দক্ষ সেই বিষয় সম্পর্কে পড়ুয়াদের শিক্ষা দানের মাধ্যমে আপনারা ভালো অঙ্কের টাকা প্রতিমাসে অর্জন করতে পারবেন। কিন্তু এই কাজের জন্য আপনার কাছে কম্পিউটার থাকলে ভালো হয়।
৩) অনলাইন মার্কেটিং
আপনারা চাইলে বিভিন্ন অনলাইন কোম্পানি বা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট এর লিঙ্ক শেয়ার করে ভালো রোজগার করতে পারবেন। আপনাকে শুধু কোন একটি দ্রব্যের লিঙ্ক বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে হবে এবং যখনই কোন মানুষ এই লিঙ্কে ক্লিক করে অনলাইন সংস্থা গুলি থেকে জিনিস কিনবে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন। ভারতীয় ও বিদেশী অনেক কোম্পানি আছে যারা এই ধরণের সুবিধা প্রদান করে।