Smartphone – আপনার স্মার্টফোনেও থাকছে না চার্জ? তাহলে জেনে নিন চার্জ রাখার 10 টি টিপস।

Smartphone এ চার্জ থাকছেনা ? এ নিয়ে বেজায় সমস্যায় পড়েছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। এখন নিত্যদিনই কাজের সূত্র থেকে শুরু করে এন্টারটেনমেন্ট যেকোনো কাজের ক্ষেত্রে ফোনের প্রয়োজন। ধরুন আপনি বাইরে কোথাও গেছেন সেখানে গিয়ে আপনার জরুরি কাউকে ফোন করার আছে এমন অবস্থায় দেখলেন আপনার চার্জ শেষ।

Smartphone Tips For Increasing Charging Capacity

এখনো অনেক চাকরিজীবী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়ারা ট্রেন দেখার কাজে ভীষন ভাবে ফোন অ্যাপ ব্যবহার করেন থাকেন সেক্ষেত্রে Smartphone এর চার্জ শেষ হয়ে গেলে আরেক মুসকিল। এই ধরনের সমস্যা সম্মুখীন যাতে আপনাদের না হতে হয় তার জন্যই আজকের প্রতিবেদনটি ।

কেন্দ্রীয় চাকরি, আধার অফিসে 30 হাজার টাকা মাসিক বেতনে চাকরি।

ফোনে চার্জ সংরক্ষণের ১০ টি টিপস

১) প্রথমেই উল্লেখ্য যে কম্পিউটারের মতোই ফোনেও যদি আপনি ব্রাইটনেস বারিয়ে রাখেন তবে প্রচুর পরিমাণে চার্জ শেষ হয়ে। এক্ষেত্রে নিজেদের Smartphone এর ব্রাইটনেস কমিয়ে রাখুন বা যারা বুঝতে পারছেন না যে কখন কি পরিমান ব্রেইটনেসের্র প্রয়োজন সেক্ষেত্রে অটো ব্রাইটনেস মোড অন করে রাখুন।

Madhyamik Routine 2025 - ( মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 )

২) আইফোন ইউজার্সরা তাদের ফোন ওলওয়েজ ও ডিসপ্লে অন করে রাখুন। এই ফিচার্স অন থাকলে ফোন লক হয়ে গেলেও ডেট , টাইম এই ধরনের জিনিষ গুলি দেখা যায়। এই ফিচার্স ও থাকলে আপনার ফোনের ব্যাটারি কম খরচ হয়। ব্যাটারি কম খরচ হলে বার বার চার্জ দিতে হয় না ফলত ইলেক্ট্রিকেরও সাশ্রয় হয়।

৩) এছাড়া Smartphone যতক্ষন অন করে রাখবেন এই চার্জ শেষ হতে থাকবে। এক্ষেত্রে আপনার ফোনের ডিসপ্লে অন এর টাইমিং কম করে রাখবেন। কিছু সেকেন্ডের মধ্যে রাখলে টা সব থেকে ভালো হয়।

৪) যেকোনো সেটিং ই সবসময় অন করে রাখবেন না। প্রয়োজন না হলে বা কাজ শেষ হয়ে গেলে সেইগুলি অফ করে রাখবেন।

আপনার স্মার্টফোনের চার্জ থাকছে না! চার্জ বেশি সময় ধরে রাখতে এই

৫) এছাড়া রয়েছে ভয়েস অ্যাসিস্টেন্ট। প্রয়োজন না থাকলে এটিকেও অফ করে রাখুন। কারণ যেকোনো ধরনের অপশন যদি দরকার ছাড়া অন করে রাখেন তবে নির্দিধায় আপনার ফোনের চার্জ কমে যেতেই থাকবে।

Leave a Comment