SSC JE Vacancy – কেন্দ্রীয় সরকারের তরফ থেকে SSC র মাধ্যমে কর্মী নিয়োগ, থাকছে বয়সের বিশেষ ছাড়।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল (SSC JE Vacancy). অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা করা হয়েছে। আজ 8th এপ্রিল সূর্য গ্রহণের তারিখ। তবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বহু মানুষের কর্ম জীবনের সূর্য উদয় হতে চলেছে।

SSC JE Vacancy in west Bengal

কেন্দ্রে চাকরি পাওয়া এখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। এমত অবস্থায় লোকসভা ভোটের আগে দফায় দফায় চাকরির বিজ্ঞপ্তি পেয়ে আনন্দে আত্মহারা চাকরি প্রার্থীরা। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের নারী ও পুরুষ উভয় জাতি নির্বিশেষে নিয়োগ করা হবে তবে কিছু কিছু পোস্টের জন্য শুধু মাত্র পুরুষেরাই আবেদন যোগ্য (SSC JE Vacancy).

তবে এখানে আবেদনের জন্য আপনাকে অবশ্যই ভারতিয় নাগরিক হতে হবে। আপনার ভারতিয় নাগরিকত্তের পরিচয় থাকতে হবে। আজকের আর্টিকেলের মাধ্যমে জানব কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। কত রয়েছে এর শূন্যপদ সংখ্যা সাথে আবেদনের জন্য আর যাবতীয় সকল তথ্য।

  • পদের নাম
  • যোগ্যতা
  • বেতন ও বয়স
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের শেষ তারিখ ও ফী

পদের নাম

ভারত সরকারের পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে সিভিল, মেক্যানিকাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন। মোট শূন্যপদের সংখ্যা এখানে রয়েছে 968 টি। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোন পদের জন্য ঠিক কত শূন্যপদ রয়েছে।

পশ্চিমবঙ্গে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে 40 হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ।

যোগ্যতা

এই পদ গুলিতে আবেদনের জন্য আপনার বিশেষ যোগ্যতার প্রয়োজন। সিভিল ইঞ্জিনিয়ার পদের জন্য আপনাকে কোনো স্বীকৃত ইন্সটিটিউট থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে তিন বছরের সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি পাশ করতে হবে। মেক্যানিকাল ইঞ্জিনিয়ার পদের জন্য কোনো স্বীকৃত ইন্সটিটিউট থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করতে হবে।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত ইন্সটিটিউট থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল বা মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। এছাড়া কম্পিউটারে ভালো দক্ষতার প্রয়োজন আছে। সাথে লাগবে মেডিক্যাল ফিটনেস।

বেতন ও বয়স

এই তিনটি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স নুন্যতম 18 বছর হতে হবে এবং আবেদনের সর্বচ্চ বয়স 32 বছর পর্যন্ত (SSC JE Vacancy). তবে এই বয়সসীমা কিছু ক্ষেত্রে 30 বছর পর্যন্তও রাখা হয়েছে। এছাড়া তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে।

railway internship - (রেলওয়ে ইন্টার্নশিপ)

আবেদন পদ্ধতি

দুটো পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমটি হল ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং দ্বিতীয়টি হল পরীক্ষার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ।ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে আপনাকে নিম্ন লিখিত স্টেপ গুলি ফলো করতে হবে।
১) প্রথমে আপনাকে এর  অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in. যেতে হবে।
২) তারপর পারসোনাল ডিটেইলস দিয়ে পাসওয়ার্ড বানাতে হবে।
৩) পরবর্তী স্টেপে আপনার থেকে অ্যাডিশনাল ডিটেলস চাওয়া হবে। সেই গুলি পর পর আপনাকে ফিল আপ করে যেতে হবে।
৪) তারপর ডিক্লেরেশন পরে “ I Agree” তে ক্লিক করে দিলেই আপনার প্রসেস কমপ্লিট।

অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এর জন্য স্টেপ
১) প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
২) লেটেস্ট নোটিফিকেশন ট্যাবে থাকা “ Junior Engineer Examination 2024” এর অ্যাপ্লাই বাটানে ক্লিক করুন।
৩) তারপর আপনার আগে দেওয়া ডেটা গুলো এডিট করার হলে তা এডিট করুন নতুবা নতুন আর অ্যাডিশনাল ডিটেলস পুরন করুন।
৪) তারপর ডিক্লেরেশন পরে “ I Agree” তে ক্লিক করুন এবং সাবমিট করে দিন।
৫) লাস্ট স্টেপে আপনাকে ফর্ম ফিলা আপের ফী জমা করে দিতে হবে (SSC JE Vacancy).

জলবিদ্যুৎ বিভাগে বিপুল কর্মী নিয়োগ, শুরু আবেদন পদ্ধতি

আবেদনের শেষ তারিখ ও ফী

সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে (SSC JE Vacancy). দুটো পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে দুটোই কম্পিউটার ভিত্তিক। প্রথম পেপারটি অবজেক্টিভ এবং MCQ টাইপ প্রশ্ন থাকবে সাথে থাকছে নেগেটিভ মারকিং। বাকি তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি দেখতে হবে।

আবেদনের শেষ তারিখ 18 এপ্রিল 2024 এবং আবেদনের ফী 100 টাকা করে। ফী পেমেন্টের জন্য আপনি অনলাইন মোড, নেট ব্যাংকিং আর ভিসা, মাস্টার কার্ড, রুপেয়ের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করেও করতে পারেন।

Leave a Comment