Summer Vacation – গরমের ছুটি নিয়ে বড় আপডেট, প্রবল গরমে বাড়ছে ছুটি।

Summer Vacation নিয়ে বড় আপডেট। এবার সরকারী এবং সরকারের অধিনস্ত স্কুল গুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। দিন দিন সূর্যের তাপমাত্রা পৃথিবীতে বেড়েই চলেছে। অনুমান করা হচ্ছে চলতি বছর আগামী বছরের তুলানায় আরও বেশি পরিমাণে তাপমাত্রা বাড়বে। তবে সম্প্রতি সেই কারনে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হইনি। এই সিদ্ধান্ত সম্পূর্ণ নেওয়া হয়েছে লোকসভা ভোটের কারনে।

Summer Vacation In West Bengal

আবার লোকসভা ভোটের কারনে যেখানে প্রত্যেক বছর 12 দিনের ছুটি দেওয়া হয় এই বছর তা আরও 12 দিন বাড়িয়ে 22 দিন করা হয়েছে। এমন বিজ্ঞপ্তিই জারি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে। গরমের ছুটি 6 মে থেকে 20 মে পর্যন্ত করার কথা ছিল যা এখন 2 জুন পর্যন্ত করা হয়েছে।

কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় দাম কমলো রান্নার গ্যাসের।

19 এপ্রিল থেলে 1 লা জুন পর্যন্ত সাতটা পর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের এলাকা অনুযায়ী যে স্থানে যেদিন ভোট পড়েছে সেই জায়গার স্কুল গুলি তখন ছুটি থাকবে বলে ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভোটের জন্য 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সমস্ত স্কুল বন্ধ থাকবে।

এছাড়া দার্জিলিং, কালিম্পং সহ দুই দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে 24 থেকে 27 তারিখ। সেক্ষেত্রে উত্তরবঙ্গে গরমের ছুটি নিয়ে সমস্যা হবে। কারন মে জুন মাসে গরম প্রছন্ড বাড়লে Summer Vacation নিয়ে আরও আপডেট আসতে পারে। ভোটের কারনে যেসব সৈন্যরা তাদের ভোটের ডিউটি করতে আসবে তারা সরকারী বা সরকার পোষিত স্কুলগুলিতে অস্থায়ী ক্যাম্প করে থাকবেন।

lakshmir bhandar scheme - (লক্ষ্মীর ভান্ডার প্রকল্প)

তাছাড়াও বহু স্কুলে ভোটের কাজ চলবে এখানেও সেই স্কুল গুলি ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানুয়ারিতেই একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করে ফেলেছে সেক্ষেত্রে বাধ্য হয়েই কয়েকটি স্কুল বন্ধ রাখতে হয়েছে। তবে সুত্রের খবর ভোটের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বেড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসে পাবেন ১০,০০০ টাকা পেনশন, আবেদন করুন এই স্কিমে

তখন স্কুল গুলি খোলা হবে। তবে Summer Vacation প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্পাদক কিংকর অধিকারী জানান বাস্তবে গরমের ছুটি প্রসঙ্গে এখনই কোনো স্থায়ী নোটিশ দেওয়া সম্ভব না। এখন অনেক কটি দিন গোনার পর জুন মাস পড়বে সুতরাং তখন পরিস্তিথির যেকোনো ধরনের পরিবর্তন হতে পারে। তবে ইতিমধ্যে ঘোষিত মধ্যশিক্ষা পর্ষদের এই 22 দিনের দেওয়া Summer Vacation এ আপাতভাবে খুবই খুশি।

Leave a Comment