SVMCM Scholarship – স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ছাত্রছাত্রীরা কিভাবে আবেদন করবেন জেনে নিন।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে দেশের ছাত্র ছাত্রীদের জন্য বেশ কিছু সরকারি স্কলারশিপের (SVMCM Scholarship) বন্দোবস্ত করেছে। এছাড়া বেসরকারি ভাবেও নানান স্কলারশিপ স্কিম চালু রয়েছে দেশে। এই সকল স্কলারশিপগুলির উদ্দেশ্য হলো পড়ুয়াদের উচ্চশিক্ষায় যাতে আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে না দাঁড়ায় তার নিশ্চয়তা প্রদান করা। তেমনই একটি জনপ্রিয় স্কলারশিপ যা রাজ্যে চালু রয়েছে সেটি হলো SVMCM বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ।

SVMCM Scholarship 2023 How to Apply Online

সম্প্রতি SVMCM স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা জেনে নিন কিভাবে আবেদন জানাবেন? কী আবেদন যোগ্যতা লাগবে? প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কী কী? কবে পর্যন্ত এই আবেদন গ্রহণ চলবে? আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সবটা মনোযোগ সহকারে পড়ে নেবেন।

আবেদন যোগ্যতা

১) SVMCM Scholarship বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন জানানোর জন্য পড়ুয়াদের ৬০ শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২) আবেদনকারী পড়ুয়ার বার্ষিক পারিবারিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার কম।

৩) পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর, এই স্কলারশিপে আবেদন করা কোনো পড়ুয়ারা অন্য কোনও সরকারি ও বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না।
৪) এই স্কলারশিপে ST/SC/GEN সকল সম্প্রদায়ের পড়ুয়ারাই আবেদন জানাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক আবেদন জানাবেন কিভাবে।

আবেদন পদ্ধতি

১) যে সমস্ত আগ্রহী পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) এর জন্য আবেদন জানাতে চান, তাঁরা অনলাইন মারফত অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন।
২) আবেদন জানানোর জন্য স্কলারশিপের পোর্টালে
ভিজিট করতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনেই আবেদন পত্রটি ফিল আপ করে নিতে হবে। সঙ্গে জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি।
৪) যাঁরা নতুন আবেদন জানাচ্ছেন তাঁরা ‘New Registration’-এ ক্লিক করবেন। আর যাঁরা আগে রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা রিনিউয়াল করবেন।

কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাবেন

যে সমস্ত ছাত্রছাত্রীরা SVMCM স্কলারশিপের জন্য আবেদন জানাতে চান তাঁরা জেনে নিন বৃত্তির জন্য (https://svmcm.wbhed.gov.in) ওয়েবসাইটটি থেকে আবেদন জানাতে পারবেন।

নতুন করে ডাউনলোড করতে হবে টেট পরীক্ষার অ্যাডমিড কার্ড।

প্রয়োজনীয় ডকুমেন্টস

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন জমা করার জন্য আবেদনকারীকে যে যে ডকুমেন্টগুলি জমা করতে হবে, সেগুলি হলো-
১) পড়ুয়ার আধার কার্ড,
২) মাধ্যমিক রেজিষ্ট্রেশন সার্টিফিকেট,
৩) পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট,

PSC Clerkship (পিএসসি ক্লার্কশিপ)

৪) ব্যাঙ্কের পাসবই
৫) ইনকাম সার্টিফিকেট
৬) পাসপোর্ট সাইজ ছবি
৭) ও ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেট,
৮)’SVMCM Utilization Certificate

পড়ুয়ারা কবে পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা 12 হাজার? এখনই স্ট্যাটাস দেখে জেনে নিন।

স্কলারশিপের টাকার পরিমাণ

এই স্কলারশিপের আবেদন জানানোর পর যেসব পড়ুয়াদের অ্যাপ্লিকেশন গৃহীত হবে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। এই বৃত্তি
-তে আবেদন জানালে ১২ হাজার টাকা পাবেন ছাত্রছাত্রীরা।
Written by Arshi Chakraborty.

Leave a Comment