Taruner Swapna Scheme – পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের ১০০০০ টাকা দিচ্ছে সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেবে জেনে নিন

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্পের বা Taruner Swapna Scheme সূচনা করেন। দেশ জুড়ে যখন অতিমারী পরিস্থিতি চলছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর নতুন স্কিম আনার ঘোষণা পড়ুয়াদের মুখে হাসি ফোটায়। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের বহু পড়ুয়া স্মার্টফোন, ট্যাব ডিভাইস না থাকায়। অনলাইন ক্লাস করতে পারছিলেন না।

Taruner Swapna Scheme 2024 Status Check

পরিস্থিতির প্রতিকার করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হল তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Prakalpa). তারপর থেকে প্রত্যেক বছর দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা সরকারি সাহায্যে ট্যাবের টাকা পাচ্ছেন। কিন্তু চলতি বছরে ট্যাবের টাকা পাওয়ার জন্য জটিলতার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যদিও একটি আপডেট থেকে জানা যাচ্ছে, খুব সম্ভবত আগামী ২৬ সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকবে। এই আপডেট কতটা সত্যি? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

Taruner Swapna prakalpa New Update

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা আর্থিক সাহায্য পাঠানো হয়। যাতে তাঁরা স্মার্ট ফোন কিংবা ট্যাব কিনতে পারেন। আর ছাত্র-ছাত্রীদের জন্য চালু হওয়া প্রকল্পটি তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Prokolpo) নামে পরিচিত। বিগত কয়েক বছরে এই প্রকল্প যথেষ্টই নাম করেছে। প্রত্যেক বছর, ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাওয়ার জন্য উৎসাহী হয়ে থাকেন।

চলতি বছরের ক্ষেত্রে আগের থেকেই বলা হয়েছিল যে, একাদশ শ্রেণিতে উঠলেই ট্যাবের টাকা পেয়ে যাবে প্রত্যেক ছাত্র-ছাত্রী। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্তে বদল হয়। গত ৫ সেপ্টেম্বর নবান্নর নির্দেশে জানা যায় পশ্চিমবঙ্গের পড়ুয়াদের যে প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা স্মার্টফোন কেনার জন্য দেওয়া হতো, সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ এনেছে সরকার। অর্থাৎ ছাত্র-ছাত্রীরা এই বছর ট্যাবের টাকা পাবেন না। পরবর্তীকালে সিদ্ধান্ত বদল হলে ছাত্রছাত্রীরা পুনরায় টাকা পাবেন। যদিও তার পর থেকে সত্যি সিদ্ধান্ত বদল হলো কিনা সেই বিষয়ে আলাদা করে কিছু জানানো হয়নি।

রাজ্য সরকারের সিদ্ধান্ত শোনার পর বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে, রাজ্যের সরকার তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Prakalpa) চিরকালের জন্য বন্ধ করছে। ফলে পড়ুয়ারা এবং অভিভাবকেরা ট্যাবের টাকা পাওয়া নিয়ে চিন্তায় পড়েন। বিশেষ করে যারা এবছর একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তে উঠেছেন। কিন্তু সত্যিই কি তাঁরা ট্যাবের টাকা পাবেন না? সাম্প্রতিক আপডেট কি বলছে জেনে নিন।

টাকা কবে পাবেন?

রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে এক সাংবাদিক সাক্ষাৎকারে তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কে বলেছিলেন, “ছাত্র-ছাত্রীরা সঠিক সময়ে ট্যাব অথবা স্মার্টফোন কেনার টাকা পেয়ে যাবেন।” এর পাশাপাশি তিনি এও বলেন, শিক্ষক মহাশয় দের পুরস্কারের টাকাও খুব শীঘ্রই দেওয়া হবে। তিনি এ বিষয়ে বললেও সঠিক দিনক্ষণ কিছুই জানানো হয়নি। চলতি বছর প্রায় ১৫ লক্ষ‌ পড়ুয়া ট্যাবের টাকা পাবেন বলে পরিসংখ্যান বলছে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরির সুযোগ! শূন্যপদ 1497, বেতন, যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখে নিন

তবে সবার মনেই প্রশ্ন থেকে যাচ্ছে, রাজ্য সরকার কবে টাকা পাঠাবে, এবছর ছাত্রছাত্রীরা আদৌ এই টাকা পাবেন কিনা। ছাত্রছাত্রীরা অনেকে বলছেন, রাজ্য সরকার যদি এর মধ্যে টাকা পাঠিয়ে দিত তাহলে অনলাইনে অফারে স্মার্টফোন কেনা সহজ হতো। তবে বহু অভিভাবক এবং পড়ুয়ার এটাও মত, এতদিন যখন অপেক্ষা করা হয়েছে তখন আর কিছুদিন অপেক্ষা করতে কোন অসুবিধা নেই। তবে সরকার যেন সঠিক সময়ে টাকা পাঠিয়ে দেয়।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোর জন্য এই রাজ্যের ক্লাবগুলিকে টাকা দেওয়া শুরু করেছে। এর পাশাপাশি বেশ কিছু প্রকল্পের টাকা পাঠানো ও‌ বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। তাই আশা করা যাচ্ছে হয়তো এই স্কিমের তথা Scheme এর টাকাও খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের পাঠানো হবে। সেক্ষেত্রে একটি তারিখ বারবার উল্লেখ করা হচ্ছে শোনা যাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর হয়তো টাকা পাঠাতে পারে সরকার। কিন্তু সত্যিই যদি তাই হয়। তাহলে ২৬ সেপ্টেম্বরের আগেই প্রত্যেকটি স্কুলে খবর পৌঁছে যাবে। বিভিন্ন সম্ভাবনা সামনে এলেও বিষয়টি নিয়ে এখনো জটিলতা চলছে। এখন দেখা যাক, রাজ্য সরকারের তরফে কি সিদ্ধান্ত হয়।