Taruner Swapna Scheme নামক স্কিম এর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়াদের দেওয়া হচ্ছে মোবাইল ট্যাব কেনার 10 হাজার টাকা। তরুণের স্বপ্ন প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। গত 2021 সালে প্রথমবার মহামারীর সময় এই প্রকল্পটি চালু করেছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2024-25 বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ঘোষণা করেছেন যে, দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও এই সুবিধা প্রদান করা হবে। কবে থেকে ঢুকবে টাকা, জেনে নেয়া যাক।
Taruner Swapna Scheme প্রকল্পের প্রয়োজনীয়তা
তরুণের স্বপ্ন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ডিজিটাল শিক্ষার প্রসার ঘটানো এবং দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের কাছে ডিজিটাল সরঞ্জামের সহজলভ্যতা নিশ্চিত করা। ট্যাব বা স্মার্টফোনের সাহায্যে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, গবেষণা এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। ফলে শিক্ষা ক্ষেত্রে সমতা আনা সম্ভব হচ্ছে এবং বিভিন্ন স্কুলে প্রযুক্তিগত শিক্ষার সুবিধা বাড়ছে।
মোবাইল ট্যাব প্রদানে সমস্যাসমূহ ও সম্ভাব্য সমাধান
যদিও তরুণের স্বপ্ন প্রকল্পটি ছাত্রছাত্রীদের জন্য বেশ কাজের, তবে কিছু সমস্যা দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে। বিশেষ করে সাইবার প্রতারণা এবং ব্যাংক তথ্যের গড়মিল এর মূল কারণ।
- সাইবার প্রতারণা: অনেক ক্ষেত্রেই Taruner Swapna Scheme 2024 -এ ছাত্রছাত্রীদের দেয়া ব্যাংক একাউন্টের নম্বর পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং ওয়েবসাইটে ভুল তথ্য আপডেট হচ্ছে। ফলে বহু দরিদ্র ছাত্রছাত্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
- ব্যাংক তথ্যের ভুল: গত 15 জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের একাউন্ট সংক্রান্ত তথ্য জমা দেয়া হয়েছিল অনলাইনে। কিন্তু বহু ছাত্রছাত্রীর একাউন্ট নম্বর এবং অনেকেরই আইএফএসসি কোডে ভুল পাওয়া গেছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়েছে।
শিক্ষাদপ্তরের পদক্ষেপ
স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষাদপ্তরের তরফ থেকে সমস্যা সমাধানের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
- ব্যাংক তথ্য যাচাই: ছাত্রছাত্রীদের ব্যাংক তথ্য নির্ভুলভাবে আপডেট করার জন্য একটি বিশেষ টিম কাজ করছে।
- সাইবার প্রতিরোধ ব্যবস্থা: সাইবার প্রতারণা থেকে সুরক্ষা পাওয়ার জন্য শিক্ষাদপ্তর ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।
প্রথম ধাপে অনেকের একাউন্টেই এই মোবাইল ট্যাব এর টাকা ক্রেডিট হয়েছে। কিন্তু বাকিদের জন্য খুব দ্রুত নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। এক্ষেত্রে মাদ্রাসার অনেক স্কুল এবং ভোকেশনাল এর অনেক পড়ুয়া এখনো রাজ্য সরকারের এই Taruner Swapna Scheme 2024 থেকে টাকা পান নি।
ভোকেশনাল পড়ুয়াদের মোবাইল ট্যাব এর টাকা
রাজ্যের শিক্ষাদপ্তর এবং কারগরি ভবন এর যৌথ উদ্যোগে এই Taruner Swapna Scheme -এর টাকা খুব দ্রুত পাঠিয়ে দেওয়া হবে পড়ুয়াদের ব্যাঙ্ক একাউন্টে, এমনটাই খবর। এই বিষয়ে নোটিশ জারি করাও হয়েছে সম্প্রতি। পোর্টালে তাদের বিভিন্ন তথ্য আপডেট করা হয়েছে। ‘আইওএসএমএস’ (i-OSMS) পোর্টালে তথ্য পড়ুয়াদের তথ্য আপডেট করতে হয়। সঠিক সময়ে এই তথ্য আপডেট করতে হয় প্রতিষ্ঠানকে।
- তরুণের স্বপ্ন প্রকল্প এর জন্য পড়ুয়াদের ব্যাঙ্কের তথ্য 25 অক্টোবর, 2024 তারিখের মধ্যে আপডেট হয়েছে।
- আঞ্চলিক অফিসে এই তথ্য আগামী 30 অক্টোবর, 2024 তারিখের মধ্যে পাঠানো হবে।
- DVET -তে জমা হবে আগামী নভেম্বর মাসের 5 তারিখে।
10 হাজারের কমে নতুন মোবাইল, ক্যামেরা ফিচার্স দেখলে চমকে যাবেন আপনিও!
Taruner Swapna Scheme -এর অধীনে মোবাইল ট্যাব কেনার 10 হাজার টাকা ঢোকা নিয়ে এই তথ্য পড়ুয়াদের জন্য বেশ সহায়ক হবে। খুব দ্রুতই এই টাকা সকলে পেয়ে যাবেন, এমনটাই আশা করা হচ্ছে। এই ধরণের আরও নতুন আপডেট পেতে আমাদের কাজ কেরিয়ার ওয়েবসাইট এর সাথে থাকুন।