Tata Job Vacancy – টাটা মেমোরিয়ালে কর্মী নিয়োগ। ইন্টারভিউ দিয়ে চাকরি।

টাটার তরফ থেকে আবারও একটি কর্মী নিয়োগের বা Tata Job Vacancy বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিছুদিন আগে টাটা মোটরসের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু সম্প্রতি টাটার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি অফিশিয়াল একটি নোটিস পাবলিশ করা হয়েছে। সেখানে টাটা ডেটা এন্ট্রি অপারেটর ও অ্যাসিস্টেন্ট পদে কর্মীদের নিয়োগ করা হবে।

Tata Job Vacancy for Freshers

টাটা মেমোরিয়াল হল ক্যানসার নিয়ে চিকিৎসা, শিক্ষা এবং গবেষণা কেন্দ্র। যে পদগুলি এখানে দেওয়া হয়েছে তার জন্য নারী ও পুরুষ উভয় যে কেউই আবেদন জানাতে পারবেন। লিঙ্গের কোনো বৈষম্য এখানে নেই। যারা সরকারী চাকরির জন্য অনেক দিন ধরে প্রচেস্টা করছিলেন এবং পাচ্ছেন না তারা বেসরকারী এই সুনামখ্যাত কোম্পানিটিতে আবেদন জানালে বেশ ভালো মানের একটি স্যালারি পেয়ে যাবেন।

সাথে টাটা সব সময় তার কর্মীদের কথা মাথায় রেখে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে টাটা মেমোরিয়ালয়ের কর্মচারী হলে আপনার কাজের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় ভুগতেও হবেনা। তবে চলুন আর দেরি না করে চটজলদি এই দুটি পদের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে টা জেনে নেওয়া যাক।

  • পদের নাম
  • যোগ্যতা
  • বেতন ও বয়স
  • নিয়োগ প্রক্রিয়া
  • আবেদন পদ্ধতি

পদের নাম

টাটা মেমোরিয়াল তথা Tata Job Vacancy এর তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর সহ অ্যাসিস্টেন্ট পদে কর্মীদের নিয়োগ করা হবে। তবে কটি শূন্যপদ রয়েছে তার নিয়ে সঠিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর জন্য আপনাদের টাটা মেমোরিয়ালের অফিশিয়াল ওয়েবসাইটে অনবরত চোখ রাখতে হবে।

যোগ্যতা

টাটা মেমোরিয়ালের শুধু এই দুটি নয় অনেকগুলি পদের জন্য ভ্যাকান্সি বেড়িয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি পদের জন্য যে বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন টা অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। যেমন ডেটা এন্ট্রি পদের জন্য আইটি ইনফরমেশন বা টেকনিক্যাল বা কম্পিউটার সাইন্সে স্নাতক হতে হবে (Tata Job Vacancy).

স্বাস্থ্য দপ্তরে 28 হাজার টাকা মাসিক বেতনে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি।

বেতন ও বয়স

যোগ্য প্রার্থীরা যারা এই পদগুলিতে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন 12 হাজার টাকা থেকে 45 হাজার টাকা পর্যন্ত হতে পারে। বয়সসীমা 18 বছর থেকে শুরু করে 45 বছরের মধ্যবর্তী যেকোনো প্রার্থী এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন (Tata Job Vacancy).

RRB Recruitment - ( আরআরবি কর্মী নিয়োগ)

নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা ছাড়াই এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। আপনার পাঠানো যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী শর্ট লিস্টেড ব্যাক্তিদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে প্রত্যেকটি পদের ইন্টারভিউয়ের তারিখ এবং সময় হবে আলাদা আলাদা।

পশ্চিমবঙ্গের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশে চাকরির সুযোগ।

আবেদন পদ্ধতি

১) আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে।
২) তার জন্য আপনি টাটা মেমোরিয়াল সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন।
৩) সেখানে গিয়ে রেজিস্ট্রেশনের পর আপনি যে পদের জন্য চাইছেন সেটি সিলেক্ট করে ফর্ম ফিল আপ করবেন।
৪) বয়সের প্রমাণ, যোগ্যতার ডকুমেন্টস, বাসিন্দা প্রমাণ, জাতিগত সংশয় পত্র, অন্যান্য জরুরি ডকুমেন্টস ফর্ম ফিলাপের সময় আপনাকে আপলোড করে দিতে হবে।

Leave a Comment