ইতিমধ্যে ভারতের জনপ্রিয় একটি লিমিটেড কোম্পানি টাটা মোটরস এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে (Tata Motors Job). টাটা মোটরসের সুনাম বহুদুর পর্যন্ত বিস্তৃত। এটি গাড়ি উৎপাদনকারী একটি বহুজাতিক কোম্পানি। টাটা মোটরস টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। টাটা গোষ্ঠী মার্কেট মুল্যের পাশপাশি এই কোম্পানি তাদের কর্মচারীদের জন্য কতদূর পর্যন্ত ভাবনা চিন্তা করে সেই সম্পর্কে আমরা সকলেই অবগত।
Tata Motors Job Recruitment
তাই বহু বহু চাকরিপ্রার্থী আছেন যারা টাটা গোষ্ঠীর ভ্যাকান্সির জন্য অপেক্ষা করে থাকেন (Tata Motors Job). সেই সব চাকরি প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একশো দুশো নয় প্রায় হাজার খানেক স্থান ফাঁকা আছে। একাধিক শূন্য পদে এবং ভিন্ন ভিন্ন পদে কর্মী নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। আপনিও যদি সুনামখ্যাত, সমাজের সহ কর্মীদের সবচেয়ে কল্যাণকর এই টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চান তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন এই পদের ক্রাইটেরিয়া।
- পদের নাম ও মোট শূন্যপদ
- বেতন ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা
- নিয়োগ প্রক্রিয়া
- আবেদন পদ্ধতি
জেলায় স্বাস্থ্য দপ্তরে চুক্তির ভিত্তিতে নিয়োগ, জানুন কোন জেলা।
পদের নাম ও মোট শূন্যপদ
আগেই উল্লেখ করা হয়েছে এখানে মোট শূন্য পদ অনেকগুলি আছে। মোট শূন্যপদের সংখ্যা হলো 2766 টি। এখানে এক্সিকিউটিভ গ্রাজুয়েট, ট্রেনি ইঞ্জিনিয়ার, একাউন্টেন্ট, অফিসার ইনচার্জ, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট স্পেশালিস্ট, টেরিটরি সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার সহ আরো একাধিক পদে।
বেতন ও বয়সসীমা
যেহেতু এখানে স্পেসিফিক কোনো একটি পদের আবেদনে বিজ্ঞপ্তি প্রচার হয়নি সুতরাং একাধিক পদের জন্য বেতন ভিন্ন ভিন্ন (Tata Motors Job). তবে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের বেতন 24300 টাকা থেকে 58800 টাকার মধ্যেই থাকবে। এছাড়া প্রাপ্তবয়স্করা এখানে আবেদন যোগ্য। 40 বছর বয়স পর্যন্ত তারা আবেদন জানতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
সকল কাজের ক্ষেত্রে সমান যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হয়না। তাই এখানে ইঞ্জিনিয়ার পদে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগলেও একাউন্টেন্ট এর জন্য তার প্রয়োজন নেই। সুতরাং এই সকল পদে আবেদনে জন্য অবশ্যই মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। এছাড়া ভালো ভালো পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাশ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
বিশিষ্ট পদ গুলির জন্য আপনাকে কোনো লিখিত বা অনলাইন প্রবেশিকা পরীক্ষা দিতে হবেনা। আপনার ডিগ্রির ভিত্তিতে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই সিলেক্ট করা হবে। ইন্টারভিউয়ে আপনাকে আপনার ফিল্ডের ওপরে কিছু প্রশ্ন ও জেনারেল কিছু প্রশ্ন করা হবে।
সিভিক পুলিশদের প্রশিক্ষণ দিয়ে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলো নবান্ন।
আবেদন পদ্ধতি
১) প্রথমে আপনাকে টাটা মোটরস এর অফিসিয়াল ওয়েবসাইট careers.tatamotor.com এ যেতে হবে।
২) তারপর রেজিস্ট্রেসন করে ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে হবে।
৩) 29 এপ্রিল এর মধ্যে সকলকে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস লোড করতে হবে।
Good