Tata Motors Recruitment – টাটা মোটরস লিমিটেডের তরফ থেকে 2500 শূন্যপদে কর্মী নিয়োগ।

রাজ্যে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর (Tata Motors Recruitment). টাটা মোটরস লিমিটেডের তরফ থেকে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টাটা মোটরসের পণ্য দ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন বিলাসবহুল যানবাহন, যাত্রীবাহী ট্র্যাক, ভ্যান, কোচ ও বাস উৎপাদন করে। এটি টাটা গোষ্ঠীর একটি অংশ। সম্প্রতি এই সুনামখ্যাত লিমিটেড কোম্পানির তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে।

Tata Motors Recruitment in West Bengal

রাজ্যের যেকোনো চাকরি প্রার্থী এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন (Tata Motors Recruitment). বর্তমানে আমরা সকলেই প্রাইভেট কোম্পানি গুলিতে কাজের ক্ষেত্রে সেখানকার অনিশ্চয়তা পূর্ণ কাজের ক্ষেত্রে দুশ্চিন্তায় ভুগি। কোভিডের সময় আমরা বহু মানুষকে দেখেছি কাজ হারাতে। তবে থেকে মানুষের মনে কাজ নিয়ে আরও সংশয়।

পশ্চিমবঙ্গে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে 40 হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ।

টাটা এমনই একটি গোষ্ঠী যা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হলেও এর অপর মানুষের অবাধ আস্থা। সুতরাং বহু মানুষ টাটা গোষ্ঠীর সাথে যুক্ত হতে চান। তাই আজকের রিপোর্টের মাধ্যমে আমরা আপনাকে বিশ্বব্যাপী সুবিখ্যাত এই কোম্পানির ঠিক কোন কোন পদে শূন্যপদ রয়েছে এবং শূন্যপদ সংখ্যা কত? যোগ্যতা কত এই সমস্ত বিষয় গুলি জানিয়ে দেওয়া হবে।

  • পদের নাম ও শূন্যপদ
  • যোগ্যতা
  • বয়স ও বেতন
  • আবেদন পদ্ধতি

পদের নাম ও শূন্যপদ

অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে প্রায় 2500 শূন্যপদের উল্লেখ করা হয়েছে। সুপারভাইসর, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, ট্রেইনি ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, প্রোডাক্ট স্পেসালিস্ট, টেরিটোরি সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ইঞ্জিনিয়ার, অফিস ইন চার্জ মোট দশটি পদে কর্মীদের নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে।

teacher recruitment - (শিক্ষক নিয়োগ)

যোগ্যতা

টাটা মোটরস লিমিটেডের তরফ থেকে যেহেতু একাধিক পদের শূন্যপদ বেড়িয়েছে (Tata Motors Recruitment) সেহেতু আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। তবে প্রত্যেকটি পদের জন্যই স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে নুন্যতম মাধ্যমিক পাশ করতে হবে, এছাড়া অবশ্যই তার সাথে সাথে বিশেষ কিছু কোর্সের প্রয়োজন আছে।

বয়স ও বেতন

ইচ্ছুক প্রার্থীরা যারা উল্লিখিত পদগুলির জন্য আবেদন করবেন ভাবছেন তাদের সর্বনিম্ন বয়স 18 বছর বয়স এবং সর্বচ্চ বয়স 40 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। বেতনসীমাও বিভিন্ন পদের জন্য বিভিন্ন তবে সর্বনিম্ন বেতন 24 হাজার 500 টাকা থেকে শুরু করে সর্বচ্চ 58 হাজার 800 অব্দি থাকবে।

রাজ্যের 23টি জেলায় 6,652টি শূন্যপদে গ্রাম

আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনে। তার জন্য তাদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট www.tatamotors.com এ যেতে হবে। এবার সেখানে ক্যারিয়ার অপশনে ক্লিক করতে হবে। সেখানে রিকুয়ারড তথ্য দিয়ে লগিন করে প্রয়োজনীয় তথ্য সমেত ফর্ম ফিল আপ করে ফেলতে হবে।

1 thought on “Tata Motors Recruitment – টাটা মোটরস লিমিটেডের তরফ থেকে 2500 শূন্যপদে কর্মী নিয়োগ।”

Leave a Comment