আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? এতদিন শিক্ষকতার চাকরির বা Teacher Recruitment জন্য অপেক্ষা করছিলেন? তবে এবার আপনার অপেক্ষা সফল হতে চলেছে। কারণ সম্প্রতি প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগের দরজা খুলে গেল চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্যের বিদ্যালয়ে রয়েছে শিক্ষকতার সুযোগ। শুধু তাই নয়, শিক্ষকের পাশাপাশি শিক্ষাকর্মী পদেও নিয়োগ প্রক্রিয়া চলছে। নতুন বছরে এটি বাম্পার সুখবর হতে চলেছে বাংলার যুবক-যুবতীদের জন্য।
Teacher Recruitment in PM Shri Kendriya Vidyalaya
কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হবে এই Teacher Recruitment. কারা আবেদন জানাতে পারবেন এখানে? কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে? কবে অবধি আবেদন জানানোর সুযোগ? বিস্তারিত জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।
ভ্যাকেন্সি ডিটেলস
দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরির পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রয়েছে শিক্ষকতার সুযোগ। এখানে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে কর্মী Teacher Recruitment হবে। অতি সম্প্রতি বিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে যে যে পদে কর্মী নিয়োগ হবে সেগুলি হলো –
- পোস্ট গ্র্যাজুয়েট (পিজিটি) শিক্ষক
- প্রশিক্ষণ প্রাপ্ত গ্র্যাজুয়েট (টিজিটি) শিক্ষক
- প্রাথমিক (পিআরটি) শিক্ষক
- নাচ ও যোগ প্রশিক্ষক
- কাউন্সেলর
- নার্স
- স্পেশাল এডুকেটর
- কম্পিউটার প্রশিক্ষক
- স্পোর্টস কোচ
- বালবাটিকা শিক্ষক
অফিসিয়ালভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের কথা জানানো হয়নি। তবে সমস্ত পদেই চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য Teacher Recruitment করা হবে প্রার্থীদের। বেশ কিছু যোগ্যতা রয়েছে আবেদন জানানোর জন্য। কী কী? আসুন জেনে নেওয়া যাক।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা নতুন Teacher Recruitment তথা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। এই নিয়োগের প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। তা মূল বিজ্ঞপ্তি পড়লেই জানতে পারবেন প্রার্থীরা।
যেমন, পিজিটি পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে এনসিইআরটির রিজিওনাল কলেজ অফ এডুকেশন থেকে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ইন্টিগ্রেটেড পিজি কোর্স অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। তবে প্রতি পদে আবেদনকারী প্রার্থীদের হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা ও কম্পিউটার চালনা জানতে হবে।
বয়সসীমা
যে সকল প্রার্থীরা নতুন Teacher Recruitment বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।
বেতন
যে সকল প্রার্থীরা পঞ্চায়েতের নিয়োগে যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। তবে পদের ভিত্তিতে বেতনে পার্থক্য থাকতে পারে। নিযুক্তরা প্রতিষ্ঠানের নিয়ম মেনেই প্রতিমাসে বেতন পাবেন।
আবেদন প্রক্রিয়া
এই Teacher Recruitment বা শিক্ষক নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জমা দেবেন। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদনের সময়সীমা
এই Teacher Recruitment বা শিক্ষক নিয়োগের আবেদন জমা তথা রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আগামী ২০ ফেব্রুয়ারি। আগ্রহী প্রার্থীরা অবশ্যই সময়ের মধ্যে নিজ রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।
আবার পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।
নিয়োগ প্রক্রিয়া
এই Teacher Recruitment বা শিক্ষক নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবেনা। বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি উক্ত প্রতিষ্ঠানে নিয়োগ ইন্টারভিউর আয়োজন করা হবে। ওইদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ ইন্টারভিউ কেন্দ্রে পৌছে যেতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন প্রতিষ্ঠানের অফিসিয়াল সাইটে।
Written by Purbasha Chakraborty.